পশ্চিমবঙ্গের সর্বস্তরের চিকিৎসকদের সঙ্গে বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার সপ্তাহের প্রথম দিনেই আলিপুরে ধনধান্য প্রেক্ষাগৃহে দুপুর সাড়ে ১২টায় এই বৈঠক ডাকা হয়েছে। সেখানে মুখ্যমন্ত্রী তাঁদের সঙ্গে চিকিৎসা পরিষেবা সংক্রান্ত বিষয় নিয়ে কথা বলতে পারেন বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, আরজি কর হাসপাতালে যুবতী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার পর চিকিৎসক সমাজের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে রাজ্য সরকারে। তাই মনে করা হচ্ছে, সেই দূরত্ব ঘোচাতেই সরকারের তরফে এই বৈঠকের আয়োজন করা হয়েছে। চিকিৎসক সমাজের সঙ্গে শাসকদল তৃণমূল তথা রাজ্য সরকারের দূরত্ব ঘোচাতে ইতিমধ্যে প্রশাসনের তরফে একাধিক উদ্যোগ দেখা গিয়েছে। কিন্তু এ ভাবে মুখ্যমন্ত্রীর সঙ্গে মুখোমুখি হননি চিকিৎসকেরা।
ময়নাতদন্তের রিপোর্টের সঙ্গে মিলে যাচ্ছে প্রণয় দে-র দাবি। মঙ্গলবার বেলার দিকেই ‘খুন’ হয়েছিলেন সুদেষ্ণা দে, রোমি দে এবং প্রিয়ম্বদা দে। এমনটাই জানিয়েছে তদন্তকারীদের একটি সূত্র। অথচ পাশের বাড়ির সিসি ক্যামেরায় ধরা পড়েছে, মঙ্গলবার রাত ১২টা ৫১ মিনিট নাগাদ ট্যাংরার অটল শূর রোডের বাড়ি থেকে কিশোর প্রতীপকে নিয়ে বেরিয়ে গিয়েছিলেন দুই ভাই প্রণয় এবং প্রসূন দে। মাঝে ওই সময়ে কী চলেছিল দে বাড়ির অন্দরে? বাড়িতে তিন মহিলার দেহ নিয়েই কি বেলা থেকে রাত পর্যন্ত কাটিয়েছিলেন বাকি তিন সদস্য? এ সব প্রশ্নের জবাব পেতে প্রণয়ের পরে প্রসূনের বয়ান পেতে চাইছেন তদন্তকারীরা। ট্যাংরাকাণ্ডের তদন্ত কোন পথে, আজ নজর থাকবে এই সংক্রান্ত খবরে।
আজ সিপিএমের রাজ্য সম্মেলনের তৃতীয় দিন। এ দিন রাজ্য বিশেষ অধিবেশ বসবে রাজ্য সম্মেলনে। এই প্রথম এই ধরনের অধিবেশন হবে বলে জানিয়েছেন রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। সূত্রের খবর, ২০২৬ সালের বিধানসভা ভোটে শূন্যের গেরো কাটানোর লক্ষ্যেই বিশেষ অধিবেশন থেকে বেশ কিছু নির্দিষ্ট সিদ্ধান্ত নেবে সিপিএম। সেই খবরে নজর থাকবে।
দিল্লি বিধানসভার অধিবেশন শুরু হচ্ছে আজ থেকে। প্রথামাফিক অধিবেশনে প্রারম্ভিক ভাষণ দেবেন দিল্লির উপরাজ্যপাল ভিকে সাক্সেনা। নবনির্বাচিত বিধায়কেরাও শপথ নেবেন আজ। হবে স্পিকার নির্বাচনও। তবে আপ প্রতিদ্বন্দ্বিতা না-করলে সর্বসম্মতিক্রমে বিজেপির কেউই স্পিকার পদে বসবেন। এই অধিবেশনে পূর্বতন আপ সরকারের দুর্নীতি নিয়ে ক্যাগের রিপোর্ট বিধানসভায় পেশ করতে পারে বিজেপি। রাজধানীর ক্ষমতা দখলের পর থেকেই এ বিষয়ে তারা সরব। ইতিমধ্যেই অরবিন্দ কেজরীওয়ালের দল বিরোধী দলনেতা হিসাবে আতিশী মারলেনার নাম ঘোষণা করে দিয়েছে। আতিশীর নেতৃত্বে বিরোধী বেঞ্চে বসা আপ বিধায়কেরা কী ভাবে শাসক বিজেপির মোকাবিলা করেন, সে দিকে নজর থাকবে।
সোম থেকে আকাশ পরিষ্কারের পূর্বাভাস, তবে কয়েক জেলায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবার থেকে দক্ষিণবঙ্গের বেশির ভাগ জেলায় আকাশ পরিষ্কার হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে সোমবারও বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গেও সোমবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে। উত্তরের বাকি জেলাতেও সোমবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং এবং কালিম্পঙের পাহাড়ি এলাকায় তুষারপাতের সম্ভাবনা রয়েছে।