• স্বামীর অনুপস্থিতিতে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, বীরভূমে অভিযুক্ত বিজেপি নেতা
    এই সময় | ২৪ ফেব্রুয়ারি ২০২৫
  • বীরভূমের খয়রাশোলে এক গৃহবধূর উপর দীর্ঘদিন ধরে যৌন নির্যাতন চালানোর অভিযোগ স্থানীয় এক বিজেপি নেতার বিরুদ্ধে। খয়রাশোল থানায় তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তির নাম নীরব বালা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাণে মারার হুমকি দিয়ে দিনের পর দিন যৌন নির্যাতন করা হতো বলে অভিযোগ নির্যাতিতার।

    নির্যাতিতা অভিযোগ করেছেন, তাঁর স্বামী কর্মসূত্রে বাইরে থাকেন। সেই সময়ে বাড়িতে এসে অভিযুক্ত একাধিকবার তাঁকে যৌন নির্যাতন করেন। এ নিয়ে মুখ খুললেই প্রাণে মেরে ফেলা হবে বলে হুমকি দেওয়া হয়।

    গত শনিবার সকাল ওই অভিযুক্ত তাঁর উপর ফের নির্যাতন চালায় ও ধর্ষণ করে বলে অভিযোগ। এর পরেই খয়রাশোল থানার দ্বারস্থ হন ওই মহিলা। দোষীর উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন নির্যাতিতা। ঘটনার তদন্ত শুরু করেছে খয়রাশোল থানার পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার (বোলপুর) রানা মুখোপাধ্যায় জানান, ‘আমরা ঘটনার অভিযোগ পেয়েছি। তদন্ত চলছে। সমস্ত বিষয় খতিয়ে দেখা হবে।’

    যদিও অভিযুক্ত ব্যক্তি বিজেপির সঙ্গে যুক্ত নয় বলে জানিয়েছেন দলের স্থানীয় নেতৃত্ব। দুবরাজপুরের বিধায়ক অনুপ সাহা বলেন, ‘ওই ব্যক্তি বিজেপি করেন না। তিনি তৃণমূলে যোগদান করেছেন। আর যদি সত্যি এ ধরনের কোনও ঘটনা ঘটে থাকে, দোষীর উপযুক্ত শাস্তি চাইব।’ অন্যদিকে, বীরভূম জেলা তৃণমূলের সহ-সভাপতি মলয় মুখোপাধ্যায় বলেন, ‘বিজেপি কিছু হলেই বড় বড় কথা বলে। তৃণমূলের নামে দোষ দেয়। এখন ঝুলি থেকে বেড়াল বেড়িয়ে গিয়েছ। পুলিশ তদন্ত করছে।’

  • Link to this news (এই সময়)