• ‘নির্যাতিতার পরিবারকে অন্ধকারে রাখা হয়নি’, আরজি কর মামলায় শীঘ্রই সাপ্লিমেন্টারি চার্জশিট দেবে CBI
    এই সময় | ২৪ ফেব্রুয়ারি ২০২৫
  • আরজি কর ধর্ষণ ও খুনের মামলায় দ্রুত সাপ্লিমেন্টারি চার্জশিট জমা পড়বে শিয়ালদহ আদালতে। সোমবার তদন্তের অগ্রগতি রিপোর্ট জমা দিয়ে জানাল সিবিআই। পাশাপাশি এই মামলার তদন্তের স্বার্থে টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলের ফোনের সিম কার্ডটি বাজেয়াপ্ত করেছিল সিবিআই। সেটি এখনই তাঁকে ফেরত দেওয়া হচ্ছে না বলে জানানো হয়েছে। এই ঘটনায় তথ্য প্রমাণ লোপাটের বিষয়টি এখনও তদন্ত করে দেখা হচ্ছে বলে আদালতে জানিয়েছে সিবিআই।

    আরজি কর মামলায় ইতিমধ্যে ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করেছে নিম্ন আদালত। তাকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে। রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করেছে সঞ্জয়। তবে এই ঘটনায় সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়া হবে বলে আগেই জানিয়ে দিয়েছিল সিবিআই। সেই সংক্রান্ত তদন্ত চলছে। দ্রুত চার্জশিট পেশ করা হবে বলে জানান হয়েছে।

    অন্যদিকে, আরজি করের নির্যাতিতার মা-বাবার তরফে সিবিআইয়ের তদন্ত নিয়ে নানা অভিযোগ করা হয়েছিল। তদন্তের অগ্রগতির ব্যাপারে অন্ধকারে রেখেছিল সিবিআই,দাবি ছিল তাঁদের। সেই দাবি এ দিন আদালতে নস্যাৎ করে সিবিআই। সিবিআই জানিয়েছে, পরিবারকে কোনওদিন অন্ধকারে রাখা হয়নি। ৭ টা স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টে। তখনও জানানো হয়েছে পরিবারকে।

    সোমবার যে রিপোর্ট সিবিআই জমা দিয়েছে, তার শেষ দুই লাইনে সিবিআই উল্লেখ করেছে, এই ঘটনায় (যদি কোনও) সাক্ষ্য প্রমাণ লোপাট বা ধামা চাপা দেওয়া হয়ে থাকে, সেই বিষয়ে তদন্ত চলছে। ‘যদি কোনও’ শব্দটি নিয়ে আপত্তি জানানো হয় পরিবারের তরফে। তাঁদের দাবি, এই ঘটনায় তথ্য প্রমাণ লোপাট হয়েছে এটা শুরুতেই নিশ্চিত করা হয়েছিল, তাহলে ‘যদি’ কেন বলা হচ্ছে? এমনকী তদন্তের অগ্রগতি নিয়ে নিয়মিত সিবিআই তাঁদেরকে কিছু জানাচ্ছে না বলেও দাবি করছেন নির্যাতিতার মা-বাবা। আদালত এ দিন তাঁদের বক্তব্য শুনে জানায়, নিয়মিত কোনও এজেন্সির পক্ষে তদন্তের অগ্রগতির রিপোর্ট দেওয়া সম্ভব নয়। তবে সিবিআই যথাযথ তদন্ত করবে, হতাশ হওয়ার জায়গা নেই বলে জানিয়ে দেয় আদালত।

    এ দিন আদালতে আরও একটি বিষয়ে উল্লেখ করেন সিবিআইয়ের আইনজীবী। এই ঘটনায় টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে গ্রেপ্তার করেছিল সিবিআই। তাঁর ফোন বাজেয়াপ্ত করা হয়েছিল। ইতিমধ্যে জামিন পেয়েছেন অভিজিৎ মণ্ডল। অভিজিতের পরিবারের তরফে সিম কার্ড ফেরত চেয়ে আদালতে আবেদন জানানো হয়েছিল। তার প্রেক্ষিতেই সিবিআই এ দিন আদালতে জানায়, ওই সিম কার্ড তদন্তের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেই কারণে তা আপাতত ফেরত দেওয়া যাবে না।

  • Link to this news (এই সময়)