• জঙ্গল থেকে এ বার বাঘের পায়চারি গ্রাম লাগোয়া খেতে, আতঙ্ক এলাকায়
    এই সময় | ২৪ ফেব্রুয়ারি ২০২৫
  • এই সময়, পুরুলিয়া: রাইকার জঙ্গলে তিন দিন আগেই ফিরে এসেছিল বাঘ। এলাকায় তার পায়ের ছাপ পাওয়া যাচ্ছিল। এ বার ওই পুরুষ বাঘটির পায়ের ছাপ বান্দোয়ান ও বোরো বনাঞ্চল এলাকার ভাড়ারি, নেকড়া, আকরো, বড়কদম, হাতিরামগোড়া সমেত একাধিক জঙ্গলে দেখা গিয়েছে বলে দাবি স্থানীয় বাসিন্দাদের। রবিবার সকালে গ্রামবাসীদের কাছে খবর পেয়ে এলাকায় ঘুরে যান বনকর্মীরা।

    ভাড়ারি এলাকার বাসিন্দা জালিম হেমব্রম বলেন, ‘সকালের দিকে মাঠে গিয়ে খোলা জায়গায় বাঘের পায়ের ছাপ দেখেন গ্রামবাসীরা। গ্রামের এত কাছে বাঘ রয়েছে জেনে সকলে আতঙ্কে রয়েছেন।’ বেশ কয়েক মাস ধরেই এই এলাকায় মাঝেমধ্যেই বাঘের পায়ের ছাপ দেখা যাচ্ছে বলে জানান তিনি।

    আর এক গ্রামবাসী বিপ্লব মান্ডির কথায়, ‘বাঘের পায়ের ছাপ মাঝেমধ্যেই দেখা যাচ্ছে। তবে এখনও কারও কোনও ক্ষতি হয়নি। গ্রামবাসীরাও এখন আর জঙ্গলে গবাদিপশু পাঠাচ্ছেন না।’

    বন দপ্তর সূত্রে জানা গিয়েছে, যে এলাকায় বাঘের পায়ের ছাপ দেখা গিয়েছে তা জঙ্গলের একেবারেই কাছে। বাঘ যাতে লোকালয়ে না আসে তার জন্য এলাকার বনকর্মীরা তৎপর রয়েছেন। কংসাবতী দক্ষিণের ডিএফও পূরবী মাহাতো বলেন, ‘গ্রামবাসীরা যা বলেছেন খতিয়ে দেখা হচ্ছে। আতঙ্কের কিছু নেই।’

    এ দিকে, রবিবার বন দপ্তরের মুখ্য বনপাল (সেন্ট্রাল সার্কল) এস কুলানডাইভেল জানান, বাঘিনি জ়িনাতকে নির্বিঘ্নে ফেরত পাঠানোর জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বনাধিকারিক ও বনকর্মীদের কাজের প্রশংসা করেছেন। একইসঙ্গে মুখ্যমন্ত্রী প্রশংসা করেছেন পুলিশ, প্রশাসন, স্থানীয় পঞ্চায়েত, জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট কমিটি ও এলাকার বাসিন্দাদেরও।

    কুলানডাইভেলকে লেখা চিঠিতে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, জ়িনাতের ক্ষেত্রে বন দপ্তর তার কর্মদক্ষতাকে প্রমাণিত করেছে। আগামী দিনে এমন ঘটনার মুখোমুখি হলে বন দপ্তরের এই কাজ অনুপ্রেরণা হয়ে উঠবে।

  • Link to this news (এই সময়)