বহুবছর পর পরিবারে এল কন্যাসন্তান, একরত্তিকে বাড়ি নিয়ে যেতে যা আয়োজন করলেন বাবা-মা, প্রশংসা চারিদিকে...
আজকাল | ২৪ ফেব্রুয়ারি ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: এক সুন্দর দৃশ্যের সাক্ষী থাকল কোচবিহারের দিনহাটা। কন্যা সন্তান জন্মের পর ফুল দিয়ে সাজানো গাড়িতে করে তাকে বাড়ি নিয়ে গেলেন দম্পতি। গোসানি রোড এলাকার বাসিন্দা সুরজ সাহা ও তাঁর স্ত্রীর এই উদ্যোগে খুশি এলাকার বাসিন্দারা। গত ২০ ফেব্রুয়ারি সুরজের স্ত্রী কন্যাসন্তানের জন্ম দেন।
এর আগে বাড়ির কোনও নবজাতককে কি এভাবে হাসপাতাল থেকে আনা হয়েছিল? পরিবারের সদস্যরা জানান, অন্যান্য ভাইদের সকলেরই পুত্রসন্তান। বাড়িতে কোনও কন্যাশিশু ছিল না। সেই কারণেই নয়া ভাবনা। সুরজের স্ত্রী যখন কন্যাসন্তানের জন্ম দেন তখন সকলেই খুব খুশি হন পরিবারের। সুরজের কথায়, 'আমাদের পরিবারে ভাইদের সকলেরই পুত্রসন্তান। ফলে এবার কন্যাসন্তান হওয়ায় আনন্দ দ্বিগুণ হয়েছে। সেজন্যই তাকে ফুল দিয়ে সাজানো গাড়িতে বাড়ি নিয়ে এসেছি।'
কন্যাসন্তান জন্ম হলে যখন অনেক পরিবারই খুশি হন না বা কন্যাভ্রুণ হত্যার মতো ঘটনা সামনে আসে তখন সুরজের এই ধরনের উদ্যোগ অবশ্যই সাধুবাদ দাবি করে। পাশাপাশি এই উদ্যোগ সমাজের সর্বস্তরেই একটি বার্তা পৌঁছে দেয় যে কন্যাসন্তান মোটেই ফেলনা নয়। পুত্রসন্তানের মতোই সমান গুরুত্বপূর্ণ।