'বন্দে ভারত' নিয়ে সুখবর পেতে চলেছে রাজ্য, শিয়ালদায় কবে থেকে চলবে এই ট্রেন? এল বড় আপডেট...
আজকাল | ২৪ ফেব্রুয়ারি ২০২৫
বিভাস ভট্টাচার্য
রাজ্যে 'বন্দে ভারত' ট্রেনের দ্বিতীয় শেড তৈরি হবে চিৎপুর রেল ইয়ার্ডে। ইতিমধ্যেই এবিষয়ে একটি প্রস্তাব পাঠানো হয়েছে রেল দপ্তরে। সেখান থেকে সবুজ সঙ্কেত পাওয়া গেলেই শেড গঠনের কাজ শুরু হবে। এই বিষয়ে পূর্ব রেলের একটি সূত্র জানিয়েছে, বন্দে ভারত এক্সপ্রেসের শেড তৈরিতে খরচের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২৫০ কোটি টাকা। চিৎপুরে এই দ্বিতীয় শেডটির জন্য ইতিমধ্যেই সমস্ত পরিকল্পনা প্রস্তুত।
এবার মন্ত্রকের সবুজ সঙ্কেত পাওয়া গেলেই তৈরির কাজ শুরু হবে।' এই মুহূর্তে রাজ্যে সেমি হাইস্পিড ট্রেন বন্দে ভারত চলছে হাওড়া থেকে। পূর্ব রেল সূত্রে খবর, খুব শীঘ্রই শিয়ালদা থেকেও চালু হবে এই ট্রেনের যাত্রা। হাওড়ায় যেমন এই ট্রেনের জন্য বিশেষ শেড তৈরি করা হয়েছে তেমনি শিয়ালদার কথা ভেবে চিৎপুরেও তৈরি করা হবে আরও একটি শেড।
রেলের ওই সূত্রটি জানায়, এর পাশাপাশি শিয়ালদায় আরও দুটি লাইন তৈরি করা হচ্ছে বন্দে ভারত এক্সপ্রেসের জন্য। যেখানে রক্ষণাবেক্ষণের কাজ করা যাবে। সম্পূর্ণ রক্ষণাবেক্ষণের কাজ অবশ্যই চিৎপুরে হবে। কিন্তু এই লাইন দুটিতেও ট্রেন রক্ষণাবেক্ষণের কাজ করা যাবে। কেন আলাদা করে জায়গা তৈরি বা সাধারণ শেডে রেখে কেন বন্দে ভারত এক্সপ্রেসের রক্ষণাবেক্ষণের কাজ করা যাবে না?
ওই সূত্রটি জানায়, এই ট্রেনের এমনকিছু বিষয় আছে যা অন্য সাধারণ ট্রেনে নেই। সেজন্যই এই ট্রেনের জন্য সম্পূর্ণ আলাদা করে জায়গা লাগে। শিয়ালদা ডিভিশন কবে পেতে পারে বন্দে ভারত? ওই সূত্রটি জানায়, এটা নিয়ে এখুনি কিছু বলা সম্ভব নয়। তবে আমরা আশাবাদী, খুব তাড়াতাড়ি এবিষয়ে সিদ্ধান্ত নেবেন রেল কর্তৃপক্ষ।