এক ধাক্কায় বিপুল বেতন বাড়ল জুনিয়র-সিনিয়র চিকিৎসকদের, বাড়ল প্রাইভেট প্র্যাকটিসের পরিধি, বৈঠকে মমতা যেন কল্পতরু
আজকাল | ২৪ ফেব্রুয়ারি ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: ২৪ ফেব্রুয়ারি, ২০২৫। ধনধান্য অডিটোরিয়ামে রাজ্যের চিকিৎসকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এই হাই ভোল্টেজ বৈঠক প্রসঙ্গেই গত কয়েকদিনে উঠে এসেছে ২০২৪-এর আগস্ট এবং তার পরবর্তী সময়। এক অংশের বক্তব্য, আর জি কর কাণ্ডকে কেন্দ্র করে চিকিৎসকদের এক অংশের সঙ্গে একপ্রকার দূরত্ব তৈরি হয়েছিল মুখ্যমন্ত্রীর, রাজ্য সরকারের। ভোটের আগে তিনি আর এই ইস্যুকে জিইয়ে রাখতে চাইছেন না। সেই কারণেই একেবারে মুখোমুখি বৈঠক। কিন্তু ওই বৈঠকে মমতা কী বললেন? চিকিৎসকদের বোঝালেন, এই সমাজের জন্য, সাধারণ মানুষের জন্য তাঁরা কতটা প্রয়োজনীয়। একই সঙ্গে বোঝালেন, রাজ্য সরকার আর রাজ্য সরকারের চিকিৎসকরা একে অপরের বিপরীত মেরুতে দাঁড়িয়ে নেই। সরকার ভাবে তাঁদের কথা। এক ধাক্কায় পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি-দের ভাতা ১০ হাজার বাড়ানোর ঘোষণা করলেন। সর্বস্তরের সিনিয়র ডাক্তারদের বেতন ১৫হাজার করে বাড়ানোর কথা ঘোষণা করলেন। শুধু তাই নয়, চিকিৎসকদের জন্য আরও একগুচ্ছ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।
সোমবার নিজের বক্তব্যের শুরুতেই তিলোত্তমার পরিবারের প্রতি সমবেদনা জানান মমতা। মনে করান আর জি কর কাণ্ডের পরেই, রাজ্য সরকার অপরাজিতা বিল নিয়ে তৎপর হয়েছে। বাম জমানায় চিকিৎসা ব্যবস্থাকে অবহেলা করা হত বলেও এদিন কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী। প্রসঙ্গ উল্লেখ করে বোঝালেন, কেন নিজের কাছে তিনি স্বাস্থ্য দপ্তর রেখে দিয়েছেন।
চিকিৎসকদের উদ্দেশে বার্তা দেন বেশ কয়েকটি বিষয়ে। খুব সহজ কথায় বোঝান, মানুষ বিপদে পড়লে চিকিৎসকদের কাছেই ছুটে যান। চিকিৎসকরা একটু ভাল ব্যবহার, ভাল চিকিৎসা দিলে সাধারণ মানুষ খুশি হন। তিনি বলেন, চিকিৎসক-এর অর্থ জ্ঞান, নিষ্ঠা, জ্ঞান, দক্ষতা, উদারতা, মানবতা, সংবেদনশীলতা, সমবেদনা, ধৈর্য।
মমতা জমানায় রাজ্যে চিকিৎসা ব্যবস্থায় কোন কোন খাতে উন্নতি হয়েছে তার খতিয়ান দেন।
তারপরেই চিকিৎসকদের জন্য একের পর এক বড় ঘোষণা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী-
প্রতিটি মেডিক্যাল কলেজ এবং হাসপাতাল যাতে তাদের সাংস্কৃতিক কার্যকর্যকলাপ ,খেলাধুলো জারি রাখতে পারে, তারজন্য ২ কোটি বরাদ্দ।
ইন্টার্ন, হাউসস্টাফ, পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি, পোস্ট ডক্টরেট ট্রেনির ভাতা বাড়ল ১০ হাজার টাকা করে।
সর্বস্তরের সিনিয়র ডাক্তারদের বেতন বাড়ল ১৫ হাজার টাকা।
ন্যূনতম আট ঘণ্টা সরকারি হাসপাতালে পরিষেবা দিতে হবে চিকিৎসকদের। তার পরে বেসরকারি হাসপাতালে যেতে পারেন চিকিৎসকরা।
আগে সরকারি হাসপাতালের ২০ কিলোমিটারের মধ্যে প্রাইভেট প্র্যাকটিস করতে পারতেন চিকিৎসকরা, সেই পরিধি বাড়িয়ে ৩০ কিলোমিটার করলেন মুখ্যমন্ত্রী।
মেদিনীপুর কাণ্ডে যে সব জুনিয়র চিকিৎসকদের সাসপেন্ড করা হয়েছিল, সাসপেনশন তুলে নিলেন মমতা।