সিনিয়র থেকে জুনিয়র, সব ডাক্তারের অনেক টাকা মাইনে বাড়ছে, বড় ঘোষণা মমতার
আজ তক | ২৪ ফেব্রুয়ারি ২০২৫
সিনিয়র চিকিৎসক থেকে ইন্টার্নদের বেতনবৃদ্ধির ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সোমবার ধনধান্য স্টেডিয়ামে চিকিৎসকদের সঙ্গে বৈঠকে কল্পতরু মমতা। ইন্টার্ন, হাউস স্টাফ, পিজিটি ও পিজিডিটি ট্রেনিদের ১০ হাজার টাকা বাড়িয়ে দেওয়ার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর। ১৫ হাজার টাকা বেতন বাড়বে রেসিডেন্ট চিকিৎসকদেরও। ২০২৬-এর আগে চিকিৎসক মহলে হাসি ফোটাতে এই সিদ্ধান্ত বলে দাবি বিশেষজ্ঞ মহলের।
এদিন মুখ্যমন্ত্রী বলেন, "ইন্টার্ন, হাউস স্টাফ, পিজিটি ও পিজিডিটি ট্রেনিদের ১০ হাজার টাকা বাড়াব। সর্বস্তরে সিনিয়র রেসিডেন্টদের বেতন ১৫ হাজার টাকা করে বাড়বে। ডিপ্লোমাধারী সিনিয়রদের বেতন ৬৫ হাজার থেকে বেড়ে হবে ৮০ হাজার টাকা। পোস্ট গ্র্যাজুয়েটদের সিনিয়রদের বেতন বেড়ে হবে ৭০ থেকে ৮৫ হাজার টাকা। পোস্ট ডক্টরেট সিনিয়রদের বেতন বেড়ে হবে ৮৫ হাজার থেকে বেড়ে হবে ১ লক্ষ টাকা।" অর্থাৎ সিনিয়র থেকে জুনিয়র সব স্তরেই ঢেলে বাড়ছে বেতন।
শুধু তাই নয়, এদিন মেদিনীপুরে স্যালাইন-কাণ্ডে প্রসূতি মৃত্যুতে অভিযুক্ত চিকিৎসকদের সাসপেন্ড তুলে নেওয়ার কথাও ঘোষণা করেন স্বাস্থ্যমন্ত্রী। পাশাপাশি, প্রতিটি মেডিক্যাল কলেজে স্পোর্টস করানোর জন্য মাঠ তৈরির অর্থ বরাদ্দ হবে। কলেজ টু কলেজ কম্পিটিশন হবে। জেলা ও ব্লককে মিলিয়ে দিতেই এই উদ্যোগ বলে দাবি মমতার।
রাজ্যের স্বাস্থ্য পরিষেবা নিয়ে মুখ্যমন্ত্রী এদিন বলেন, "স্বাস্থ্যসাথীর সাফল্যে চিকিৎসকদের বড় অবদান আছে। ৯ কোটি মানুষের উপকারে এসেছে এটি। বেসরকারি হাসপাতালেও সুযোগ আছে। আমাদের আমলে দেশের সেরা হাসপাতাল পরিষেবা পাওয়া যাচ্ছে। ১৩, ৫০০টির বেশি সুস্বাস্থ্য কেন্দ্র তৈরি হয়েছে। সরকারি হাসপাতালে ৪০ হাজার বেড বেড়েছে। জাল ভিডিওর মতো জাল ওষুধও বেরোচ্ছে এখন।" ডেঙ্গি, ম্যালেরিয়া, কালাজ্বরে ইঞ্জেকশন দেওয়ায় বাংলা এক নম্বরে, বলে দাবি করেন স্বাস্থ্যমন্ত্রী । পাশাপাশি, হাসপাতালের রক্ষায় প্রাক্তন পুলিশকর্মীদের রাখার পরামর্শ দেন। মোবাইল ভ্যান আরও বাড়ানোর কথা বলেন। তিন মাস পরপর সব ওষুধ, ইঞ্জেকশনের 'এক্সপায়েরি ডেট' দেখে নেওয়ার নির্দেশও দেন।
রাজ্যে টেলিমেডিসিনের মাধ্যমে কয়েক হাজার মানুষ উপকৃত হয়েছে বলে তিনি এদিন দাবি করেন। ৪ কোটি ৮২ লক্ষ মানুষকে চিকিৎসকেরা টেলিমেডিসিনের মাধ্যমে সেবা দেওয়া হয়েছে।
এদিনের বৈঠকে ফের আরজি কর কাণ্ড প্রসঙ্গে তুলে ধরে কঠোর শাস্তির দাবি করেন মমতা। পরিবারকে সমবেদনা জানান।