• শহরে জোড়া দুর্ঘটনা, মৃত ১, জখম ১
    বর্তমান | ২৪ ফেব্রুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শহরে ফের বাসের রেষারেষির জেরে দুর্ঘটনা। বাসের ধাক্কায় গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি এক মহিলা। আজ, সোমবার সকালে এক্সাইড মোড়ের কাছে রেষারেষি করছিল একটি বেসরকারি ও সরকারি বাস। সেই সময়ে রাস্তা পারাপার করছিলেন ওই মহিলা। বাস দুটির গতি বেশি থাকায় নিয়ন্ত্রণ রাখতে পারেনি। যার ফলে বেসরকারি বাসটি ধাক্কা মারে ওই মহিলাটিকে। বিষয়টি দেখতে পেয়ে ছুটে যান কর্তব্যরত ট্রাফিক সার্জেন্ট। ওই মহিলাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ভর্তি করা হয় পিজি হাসপাতালে। পুলিস ইতিমধ্যেই ওই বেসরকারি বাসটির চালককে আটক করেছে। অপরদিকে শহরে অন্য প্রান্তে একটি স্কুল বাসের ধাক্কায় মৃত্যু হল এক বৃদ্ধার। ওয়েলিংটন ক্রসিংয়ের সামনে ওই বৃদ্ধাকে ধাক্কা মেরে চলে যায় স্কুল বাসটি। বৃদ্ধাকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে এনআরএসে নিয়ে গিলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। মৃতার নাম শান্তি দেবী (৭৬)। বউবাজার থানার পুলিস ইতিমধ্যেই এন্টালি এলাকা থেকে ওই বাস চালককে গ্রেপ্তার করেছে। এদিকে শহরে জোড়া দুর্ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে।
  • Link to this news (বর্তমান)