মার্চের শুরুতেই শহরে বাড়তে তাপমাত্রা, পূর্বাভাস হাওয়া অফিসের
বর্তমান | ২৪ ফেব্রুয়ারি ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিদায় নিয়েছে শীত। এবার রাজ্যে ধীরে ধীরে প্রবেশ করছে গ্রীষ্ম। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, মার্চের গোড়াতেই রাজ্যে বাড়তে পারে তাপমাত্রা। গরমে নাজেহাল হতে পারে শহরবাসী। ইতিমধ্যেই শহর থেকে জেলা, সর্বত্রই বাড়তে শুরু করেছে তাপমাত্রা। আজ, সোমবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১.৭ ডিগ্রি বেশি। গতকাল, রবিবার শহরের সর্বাধিক তাপমাত্রা ছিল ২৮.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। এদিন শহরের আকাশ থাকবে আংশিক মেঘলা। আজ, সোমবার ভোরের দিকে শহরে হাল্কা কুয়াশা দেখা গিয়েছিল। এদিন শহরের সর্বাধিক তাপমাত্রা থাকতে পারে ২৯ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। গত ২৪ ঘণ্টায় শহরে কোথাও বৃষ্টি হয়নি। তবে গতকাল, রবিবার দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় ঝড়-বৃষ্টি হয়েছে বলে জানা গিয়েছে। কোথাও ঝড়ের দাপট বেশি থাকায় ভেঙে পড়েছে গাছ।