• সাতসকালে মহাকুম্ভের পথে ভয়াবহ দুর্ঘটনা, তালগোল পাকিয়ে গেল পুণ্যার্থীবোঝাই গাড়ি, মৃত...
    ২৪ ঘন্টা | ২৪ ফেব্রুয়ারি ২০২৫
  • নারায়ণ সিংহরায়: অসম থেকে মহাকুম্ভে যাওয়ার পথে ভয়ংকর দুর্ঘটনার কবলে পড়ল পুণ্যার্থীবোঝাই গাড়ি। সোমবার সকালে নকলাশবাড়িতে সাতভাইয়া মোড় সংলগ্ন এলাকায় এশিয়ান হাইওয়েতে ওই দুর্ঘটনা ঘটে। এদিন লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে যায় পিক‌আপভ্যান বোঝাই পূর্ণার্থীদের গাড়ি। ঘটনায় দুমরে মুচড়ে যায় পিক‌আপভ্যান। আটকে পড়েন চালক।

    দুর্ঘটনার খবর পেয়েই  ছুটে আসেন স্থানীয় মানুষজন ও পুলিস। আহতদের উদ্ধার করে নকশালবাড়ি হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর ১১ জনকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। এদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। মৃত ব্যাক্তি নিরঞ্জন সরকার। তিনি অসমের বাসিন্দা বলে জানা গিয়েছে। অসমের মায়েন থেকে পুণ্যার্থীদের নিয়ে উত্তরপ্রদেশে মহাকুম্ভে যাচ্ছিল এই পিক‌আপভ্যান। ঘটনার পর থেকেই পলাতক লরি চালক। দূর্ঘটনাগ্রস্থ লরি ও পিক‌আপ উদ্ধার করে তদন্তে নেমেছে নকশালবাড়ি থানার পুলিস।

    নকশালবাড়ি হাসপাতালের চিকিত্সক ডা শেখ শাহাবুদ্দিন বলেন, সোমবার সকাল ছটা চল্লিশ নাগাদ অসম থেকে কিছু মানুষ কুম্ভমেলায় যাচ্ছিলেন। পথে তাদের গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। এলাকার মানুষজন তাদের হাসপাতালে নিয়ে আসেন। মোট ১৩ জন আহত হয়েছেন। এদের মধ্যে ৩ জনের আঘাত গুরুতর। একজনের মৃত্যু হয়েছে। নাম নিরঞ্জন সরকার(৩৫)। বাকীদের কারও মাথায়, কারও শরীরের অন্য জায়গায় আঘাত রয়েছে।

    প্রদীপ ক্ষত্রিয় নামে এক আহত এক যাত্রী বলেন, অসম থেকে আসছিলাম। কুম্ভে স্নান করে রাম মন্দির ঘুরে আসার পরিকল্পনা ছিল। রাস্তায় এরকম অ্যাক্সিড্যান্ট হয়ে গিয়েছে। আমাদের গাড়ি অন্য একটি গাড়িকে মেরেছে। গাড়িতে ১৩ জন ছিলাম। সবাই আহত। ২-৩ জনের অবস্থা গুরুতর।

  • Link to this news (২৪ ঘন্টা)