• 'যদি কোনও তথ্য প্রমাণ লোপাট হয়ে থাকে...' আরজি কর মামলায় আদালতে রিপোর্ট CBI-র!
    ২৪ ঘন্টা | ২৪ ফেব্রুয়ারি ২০২৫
  • সঞ্জয় ভদ্র: আরজি করে তরুণী চিকিত্‍সককে খুন ও ধর্ষণ মামলার তদন্ত কতদূর এগিয়েছে? কীভাবেই-বা তদন্ত হচ্ছে? শিয়ালহ আদালতে এবার স্ট্যাস্টাস রিপোর্ট জমা দিল সিবিআই। রিপোর্টে উল্লেখ, 'এই মামলায় দ্রুত সাপ্লিমেন্টারি ফাইনাল রিপোর্ট জমা দেওয়া হবে। যদি কোনও সাক্ষ্য প্রমাণ লোপাট হয়ে থাকে.  তারও তদন্ত হবে এবং ফাইনাল  সাপ্লিমেন্টারি ফাইনাল রিপোর্ট তা দেওয়া হবে'।

    ঘটনাটি ঠিক কী? হাইকোর্টের নির্দেশে আরজি করে তরুণী চিকিত্‍সক ও খুনের মামলার তদন্ত করেছে সিবিআই। চার্জশিট জমা পড়ে শিয়ালদহ কোর্টে। কিন্তু সেই চার্জশিটের ভিত্তিতে অভিযুক্ত সঞ্জয় রাই-কেই দোষী সাব্যস্ত করে সাজা শুনিয়েছে আদালত, তখন তদন্তের গতিপ্রকৃতিতে সন্তুষ্ট নন নির্যাতিতার পরিবার। শিয়ালদহ আদালতেই দ্বারস্থ হয়েছিলেন তাঁরা। মামলার শুনানিতে আজ, সোমবারের মধ্যে সিবিআইকে স্ট্যাস্টাস রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেয় আদালত। 

    ঘটনার সূত্রপাত গত বছরের ৯ অগাস্ট। সেদিন আরজি কর হাসপাতালের সেমিনার হল থেকে মহিলা চিকিৎসকের দেহ উদ্ধার করা হয়। তাঁকে ধর্ষণ করে খুনের অভিযোগ ওঠে। ঘটনায় সঞ্জয় রায় নামে এক সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করে কলকাতা পুলিস। এরপর হাইকোর্টের নির্দেশে আরজি করে তরুণী চিকিত্‍সকে খুন ও ধর্ষণের তদন্তে নামে সিবিআই। ৭ অক্টোবর শিয়ালদহ কোর্টের প্রথম চার্জশিট জমা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। অভিয়ুক্ত সেই সঞ্জয়ই।

    গত বছরের ১১ নভেম্বর থেকে টানা ৬০ দিন আরজি করে খুন ও ধর্ষণ মামলার শুনানি চলে শিয়ালদহ কোর্টে। ১৮ জানুয়ারি অভিযুক্ত সঞ্চয় রায়ই দোষী সাব্য়স্ত হয় অভিযুক্ত সঞ্জয়ই। ২০ জানুয়ারি তাঁকে আমৃত্যু কারাবাসের সাজা শোনান বিচারক অনিবার্ণ দাস। 

  • Link to this news (২৪ ঘন্টা)