তালতলা মোড়ে অতীন ঘোষের গাড়িতে সরকারি বাসের ধাক্কা
প্রতিদিন | ২৪ ফেব্রুয়ারি ২০২৫
নিরুফা খাতুন: ডেপুটি মেয়র অতীন ঘোষের গাড়িতে সরকারি বাসের ধাক্কা। তালতলা মোড়ের কাছে এই দুর্ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। দুমড়ে মুচড়ে গিয়ে গাড়ির সামনের অংশ। গাড়ির সামনে চালকের পাশেই বসেছিলেন ডেপুটি মেয়র। যদিও অল্পের জন্য রক্ষা পেয়েছেন তিনি। বড়সড় কোনও চোটাঘাত লাগেনি তাঁর।
সোমবার বাজেট অধিবেশনে অংশ নিতে আসছিলেন অতীন ঘোষ। তালতলার কাছে একটি সরকারি বাস ডেপুটি মেয়রের গাড়িতে ধাক্কা মারে। সামনের সিটে বসেছিলেন অতীন ঘোষ। সামনের অংশ দুমড়ে মুচড়ে গিয়েছে। কোনওরকমে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পান তিনি। তবে এই দুর্ঘটনাকে কেন্দ্র করে তালতলা মোড় লাগোয়া এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়।
গত ২০ ফেব্রুয়ারি, ইকো পার্কের একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠান সেরে বাড়ি ফিরছিলেন তিনি ও কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। সঙ্গে ছিলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়ও। হোটেল থেকে বেরনোর পরই কালো রঙের একটি গাড়ি তাঁদের গাড়ির পিছু নিয়েছিল। তাঁদের গাড়ির পিছনে ছিল পুলিশের এসকর্ট কার। সেই গাড়িটিকে ওভারটেক করে প্রাক্তন মেয়রের গাড়িতে ধাক্কা মারার চেষ্টা করে ওই কালো সেডানটি। তাও একবার নয়, গাড়ির গতি বাড়িয়ে তিনবার ধাক্কা মারার চেষ্টা করা হয় বলে অভিযোগ। তবে শেষমেশ পুলিশের গাড়ির পিছনে গিয়েই ধাক্কা মারে ওই গাড়িটি। এসকর্ট কারের পিছনের অংশ খানিকটা ভেঙেও যায়। এমন ঘটনার পরই পালানোর চেষ্টা করে কালো সেডানটি। কিন্তু পুলিশ সেটিকে ধরে ফেলে। গাড়ি থেকে দুই নাবালককে নামিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, ওই দুই নাবালক জানিয়েছে মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার আনন্দে ঘুরতে বেরিয়েই তারা নাকি এমন কাণ্ড ঘটিয়েছে। সেই দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার অতীন ঘোষের গাড়িতে ধাক্কা।