নিরুফা খাতুন: সরকারি হাসপাতালগুলিতে মেডিক্যাল বর্জ্য পুনর্ব্যবহারের উদ্যোগ অনেক আগেই নেওয়া হয়েছে। এবার চিড়িয়াখানার পশু হাসপাতালে মেডিক্যাল বর্জ্য পুনর্ব্যবহারের যোগ্য করে তোলা হচ্ছে। প্রথম ধাপে আলিপুর চিড়িয়াখানা থেকে এই বর্জ্য বিভাজ্যকরণের কাজ শুরু করা হয়েছে। সেজন্য আলিপুর চিড়িয়াখানা ও সেখানকার পশু হাসপাতালে বসানো হচ্ছে লাল হলুদ, নীল, সাদা ডাস্টবিন। ইতিমধ্যেই ২০টি ডাস্টবিন বসানো হয়েছে। বিভাজ্যকরণের পর এই বর্জ্য নিয়ে যাবে মেডিকেয়ার নামে বর্জ্য ব্যবস্থাপন সংস্থা। ওই সংস্থা এই বর্জ্য পুনর্ব্যবহারযোগ্য করে তুলবে। পরিবেশের দূষণ রুখতে রাজ্য জু অথরিটি এই উদ্যোগ নিয়েছে।
চিড়িয়াখানার এই হাসপাতালে শুধু আলিপুরের পশুপাখির চিকিৎসা পরিষেবা দেওয়া হয় না। বাইরে থেকেও অনেক পশুপাখিকে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। এই হাসপাতালে উন্নতমানের পরিষেবা রয়েছে। ছোটখাটো রোগব্যাধি থেকে শুরু করে অস্ত্রোপচার সবই করা হয়। সেজন্য এই পশু হাসপাতালে চাপও থাকে। এছাড়া অনেক অসুস্থ আবাসিকদের খাঁচার মধ্যেও রেখে চিকিৎসা করা হয়ে থাকে। সেই সব বর্জ্যও চিড়িয়াখানায় জমা হয়। এতদিন এখানে মেডিক্যাল বর্জ্য বিভাজ্যকরণের কোনও ব্যবস্থা ছিল না আলিপুরে। কলকাতা পুরসভার জঞ্জাল দপ্তরের গাড়িতে এই বর্জ্য ফেলা হত। সেগুলি ধাপায় গিয়ে মিশত।
এতে পরিবেশে দূষণ বাড়ছিল। সময়ের সঙ্গে চিড়িয়াখানা কর্তৃপক্ষও পরিবেশবান্ধব হয়ে উঠেছে। চিড়িয়াখানায় দর্শকদের প্লাস্টিকের সামগ্রী ব্যবহার নিষিদ্ধ করেছে অনেক আগেই। এখন কর্তৃপক্ষ মেডিক্যাল বর্জ্যও বিভাজ্যকরণে জোর দিয়েছে। আলিপুর চিড়িয়াখানা সূত্রে খবর, এই মাস থেকে মেডিক্যাল বর্জ্য বিভাজনের কাজ শুরু হয়েছে। বায়ো মেডিক্যাল বর্জ্য ও অন্যান্য মেডিক্যাল বর্জ্যের জন্য আলাদা আলাদা ডাস্টবিন বসানো হয়েছে। এই বর্জ্যগুলি চিড়িয়াখানা থেকে সংগ্রহ করে নিয়ে যাবে বর্জ্য ব্যবস্থাপনা সংস্থা। তবে বিনামূল্যে এই পরিষেবা দেবে না ওই সংস্থা। পরিবর্তে আলিপুর চিড়িয়াখানাকে পরিষেবা চার্জ দিতে হবে।
চিড়িয়াখানার হাসপাতালের পাশাপাশি আবাসিকদের খাঁচার বাইরেও এই ডাস্টবিন রাখা হয়েছে। গ্লাভস, প্লাস্টিক আবর্জনার জন্য রয়েছে লাল ডাস্টবিন। হলুদ ডাস্টবিনে সংগ্রহ করা হচ্ছে তুলো, ব্যান্ডেজ, মেয়াদ উত্তীর্ণ ওষুধ ও জৈব আবর্জনা। নীল ডাস্টবিনে কাচের বোতল। সিরিঞ্জ, সূচের জন্য রাখা হয়েছে সাদা রঙের ডাস্টবিন। রাজ্য জু অথরিটি সূত্রে খবর, ধাপে ধাপে বাকি চিড়িয়াখানার হাসপাতালগুলিতেও মেডিক্যাল বর্জ্য বিভাজ্যকরণের ব্যবস্থা করা হবে।