‘যে প্রথম লড়াই করে, তাকে মূল্য চোকাতে হয়…’, ইঙ্গিতবাহী পোস্ট অভিষেকের! জল্পনা
হিন্দুস্তান টাইমস | ২৪ ফেব্রুয়ারি ২০২৫
আর হাতে সময় বলতে এক বছর। তার পরই বাংলায় বিধানসভা নির্বাচন হবে। এখন থেকেই সব রাজনৈতিক দলই ঘুঁটি সাজাতে শুরু করেছে। চতুর্থবার বাংলার কুর্সি ধরে রাখতে সংগঠনকে আরও শক্তিশালী করার সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল কংগ্রেস। আর তাই আগামী বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্মেলন। ঠিক তার প্রাক্কালে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর এই পোস্ট নিয়ে শুরু হয়ে গিয়েছে জোর গুঞ্জন। ইনস্টাগ্রাম স্টোরির মাধ্যমে কাকে বার্তা দিলেন ডায়মন্ড হারবারের সাংসদ? উঠছে প্রশ্ন।
এদিকে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে সাদা–কালো একটি ছবি পোস্ট করেছেন তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে অভিষেক লিখেছেন, ‘যিনি লড়াইয়ের ইচ্ছা রাখবেন, তাঁর প্রথমে কী কী মূল্য চোকাতে হতে পারে, তার হিসেব করে নেওয়া দরকার।’ এই লেখা প্রকাশ্যে আসার পর থেকেই শুরু হয়েছে চর্চা। ইংরেজি ভাষায় লেখা ছিল, ‘হি হু উইশেস টু ফাইট মাস্ট ফার্স্ট কাউন্ট দ্য কস্ট।’ যার বাংলা তর্জমা করলে দাঁড়ায়, ‘যিনি লড়াই করতে চাইবেন, তাঁকে আগে অবশ্যই মূল্য চোকাবার পরিমাণ হিসেব করতে হবে।’
অন্যদিকে করোনাভাইরাসের সময় অভিষেকের ‘ডায়মন্ডহারবার মডেল’ সাফল্য পেয়ে ছিল। এখন সাধারণ মানুষের চিকিৎসার স্বার্থে ‘সেবাশ্রয়’ প্রকল্প চালু করেন তিনি। গত ২ জানুয়ারি ডায়মন্ডহারবারে ‘সেবাশ্রয়’ প্রকল্পের উদ্বোধন হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই। এই কর্মসূচি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকসভা কেন্দ্রের ৭টি বিধানসভায় চলছে। এখানে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা থেকে শুরু করে ওষুধ, ইঞ্জেকশন, অস্ত্রোপচার করা হচ্ছে। সাংসদ নিজে এসে প্রত্যেক বিধানসভায় পরিদর্শন করছেন। মানুষের সঙ্গে কথা বলছেন। এভাবেই চলছে লাগাতার জনসংযোগ। সাধারণ মানুষের কাছে বিরাট ব্যাপার হয়ে দাঁড়িয়েছে ‘সেবাশ্রয়’।
এছাড়া ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্মেলনের দিন ঘোষণার পর কালীঘাটে আলোচনায় বসেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। যা এককথায় বেশ তাৎপর্যপূর্ণ। আর তারপরই ইনস্টাগ্রামে এমন পোস্ট। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে কর্মী–সমর্থকদের বার্তা দিলেন অভিষেক বলে মনে করা হচ্ছে। আবার অনেকে এই পোস্টকে নবীন–প্রবীণদের উদ্দেশে বার্তা বলে ব্যাখ্যা করছেন। এখন দেখার কোনদিকে গড়ায় বিষষটি।