• এপিকে আতঙ্ক মোবাইলে! জলে যাবে টাকা, সতর্ক করছে পুলিশ, কী করবেন, কী করবেন না?
    হিন্দুস্তান টাইমস | ২৪ ফেব্রুয়ারি ২০২৫
  • APK আতঙ্ক। মোবাইলে। পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশ বলছে সতর্ক থাকুন। সোশ্য়াল মিডিয়ায় রাজ্য় পুলিশের তরফে লেখা হয়েছে, এপিকে আতঙ্কে সর্বস্বান্ত হয়েছেন, হচ্ছেন বহু মানুষ। জলে যাচ্ছে কষ্টের টাকা। কীভাবে নিজেকে সুরক্ষিত রাখবেন এই এপিকে আতঙ্ক থেকে, এপিকে আতঙ্ক থেকে বাঁচতে কী করবেন কী করবেন না সেটাও জানিয়ে দিয়েছে রাজ্য পুলিশ।

    অ্যান্ড্রয়েড প্য়াকেজ কিট। অর্থাৎ এপিকে। অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের উপর কেবলমাত্র প্রযোজ্য। পুলিশ জানিয়েছে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সাবধান থাকতে হবে।

    পুলিশ জানিয়েছে, প্লে স্টোর থেকে আমরা মোবাইলের বিভিন্ন অ্যাপ ডাউনলোড করি।

    তার বাইরে থেকে করলেই বিপদ আসতে পারে।

    প্লে স্টোর কোনও অ্যাপকে ভালোভাবে যাচাই করে তারপরই সেটা তাদের জায়গায় রাখতে দেয়। তবে এপিকে ফাইলের ক্ষেত্রে তেমনটা থাকে না।

    কিছু অ্য়াপ আছে যেগুলি বানায় সাইবার প্রতারকরা। সেই অ্য়াপ ডাউনলোড করলে আপনার মোবাইলের সব তথ্য় চলে যেতে পারে সাইবার প্রতারকদের কাছে। এই অ্যাপগুলি থেকে সাবধান।

    নানাভাবে এই অ্যাপ আসতে পারেন আপনার মোবাইলে। পুলিশ বলছে, হয়তো কোনও বিয়ে বাড়ির কার্ড এল আপনার কাছে। কিন্তু তার আড়ালেই রয়েছে সেই ভয়াবহ অ্যাপ। সেই বিয়ে বাড়ির কার্ড ডাউনলোড করার অর্থ হল আপনার ফোনের যাবতীয় তথ্য় চলে যেতে পারে সাইবার প্রতারকদের কাছে।

    প্লে স্টোর ছাড়া এই অ্যাপের লিঙ্ক আসতে পারে আপনার মোবাইলে। হোয়াটস অ্যাপ, মেসেঞ্জারের মাধ্য়মে এই অ্যাপ আসতে পারে আপনার মোবাইলে। এই অ্যাপ ডাউনলোড করলেই বিরাট বিপদ। ভয় দেখিয়ে বা লোভ দেখিয়ে মেসেজ পাঠিয়ে আপনাকে সেই মেসেজ পাঠিয়ে ডাউনলোড করিয়ে দেবে।

    এই ফাইলে লেখা থাকে . APK। এটা দেখলেই বুঝতে পারবেন সন্দেহজনক ফাইল। সেক্ষেত্রে অত্যন্ত সাবধান। প্রথমে কিছু একটা নাম থাকবে তারপর এই শব্দটা থাকবে।

    পুলিশ জানিয়েছে, অচেনা, অজানা লিঙ্কে ক্লিক করবেন না। অ্যান্ড্রয়েড চায় আপনি প্লে স্টোর থেকেই ডাউনলোড করুন। আর যদি আপনি অন্য কোনও জায়গা থেকে ডাউনলোড করতে চান তবে অ্যান্ড্রয়েড আপনাকে অনুমোদন দেবে। সেটিংসে গিয়ে অনুমোদন বা পারমিশনের জায়গাটি যদি অন করা থাকে তবে যেকোনও উৎস থেকে যে কোনও অ্যাপ আপনি ডাউনলোড করতে পারবেন। আর যদি এটা অফ করা থাকে তবে আপনি অন্য কোনও জায়গা থেকে ডাউনলোড করতে গেলে অনুমোদন চাইবে। এক্ষেত্রে পারমিশনের জায়গাটি অফ করে রাখতে পারেন।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)