স্বামী-সন্তানকে মেরে ফেলার হুমকি দিয়ে বধূকে দিনের পর দিন ‘ধর্ষণ’! বীরভূমে এমনই অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। অভিযোগকারিণীর দাবি, অভিযুক্ত এলাকার বিজেপি নেতা। বিজেপি নেতৃত্বের অবশ্য দাবি, অভিযুক্ত তাদের দলের কেউ নন। তাঁর সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই।
অভিযোগকারিণী ইতিমধ্যেই খয়রাশোল থানায় অভিযোগ দায়ের করেছেন। পুলিশ সূত্রে খবর, বধূর দাবি, তাঁরা স্বামী যখন বাইরে কাজে যান, তখনই বাড়িতে হানা দেন ওই বিজেপি নেতা। বাড়ি এসে স্বামী ও তাঁর ছেলেকে মেরে ফেলার হুমকি দিয়ে তাঁকে দিনের পর দিন ধর্ষণ করেন। অভিযোগকারিণীর দাবি, গত শনিবার বাড়িতে এসে তাঁকে ধর্ষণ করেছেন অভিযুক্ত। এর পরেই তিনি পুলিশের দ্বারস্থ হন।
পুলিশ সূত্রে খবর, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হবে। যদিও এখনও পর্যন্ত তাঁকে গ্রেফতার করা হয়নি বলেই খবর। অভিযুক্তের শাস্তির দাবি জানিয়েছেন অভিযোগকারিণী।