মোটরবাইকে করে এসে এক মহিলার সোনার হার ছিনতাই করার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। শনিবার বিকেল পাঁচটা নাগাদ এই ঘটনাটি ঘটেছে গরফা থানা এলাকার ঢাকুরিয়ায় ঝিল রোডে। হার ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময়ে দুষ্কৃতীরা ওই মহিলাকে হুমকি দেয় বলেও অভিযোগ। ভরা বিকেলে শহরের রাস্তায় এই ধরনের দুষ্কৃতী দৌরাত্ম্যে স্থানীয়দের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে।
পুলিশ সূত্রের খবর, শনিবার বিকেলে ঝিল রোডের বাসিন্দা, ৬০ বছরের পিয়ালী দে রায় এক আত্মীয়ের বাড়ি থেকে হেঁটে নিজের বাড়িতে ফিরছিলেন। অভিযোগ, সেই সময়ে তিন দুষ্কৃতী মোটরবাইকে করে এসে তাঁর সামনে দাঁড়ায়। পিয়ালীর সঙ্গে কথা বলতে বলতে একটি ফ্ল্যাটের দিকে আঙুল দেখিয়ে কিছু জানতে চায় তারা। পিয়ালী সেই ফ্ল্যাটের দিকে তাকাতেই ছিনতাইকারীরা তাঁর গলা থেকে সোনার হারটি টান মেরে নিয়ে পালিয়ে যায়। অভিযোগ, যাওয়ার আগে তারা পিয়ালীকে এই বলে শাসিয়ে যায় যে, বিষয়টি নিয়ে হইচই করলে ফল ভাল হবে না। প্রৌঢ়ার দাবি, ছিনতাই হওয়া সোনার হারটির মূল্য প্রায় দেড় লক্ষ টাকা।
চলতি মাসেই বড়তলা থানা এলাকার চিত্তরঞ্জন অ্যাভিনিউয়ের একটি বাড়িতে ঢুকে শয্যাশায়ী গৃহকর্ত্রীকে অস্ত্র দিয়ে ভয় দেখিয়ে টাকা এবং সোনার গয়না লুট করার ঘটনা ঘটেছে। দমদমেও জানলার গ্রিল কেটে বাড়িতে ঢুকে বৃদ্ধা গৃহকর্ত্রীর মুখ চেপে অস্ত্র দিয়ে ভয় দেখিয়ে গয়না-টাকা লুট করে পালানোর অভিযোগ দায়ের হয়েছে। ফলে এই পরিস্থিতি প্রশ্ন তুলে দিচ্ছে শহরের নিরাপত্তা নিয়েই।
শনিবারের ঘটনায় আতঙ্কিত পিয়ালি এবং তাঁর স্বামী। ওই দম্পতির কথায়, ‘‘এই শহরে কোনও সুরক্ষা নেই।’’ তাই বেঙ্গালুরুবাসী ছেলের কাছেই চলে যাওয়ার ভাবনাচিন্তা তাঁরা শুরু করেছেন বলে জানিয়েছেন দম্পতি। প্রথমে অভিযোগ জানাতে না চাইলেও পরে গরফা থানায় অভিযোগ জানান তাঁরা। পুলিশ সিসি ক্যামেরার ফুটেজ থেকে তিন অভিযুক্তকে চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছে।