• শিবরাত্রিতে দক্ষিণেশ্বর-কবি সুভাষ রুটে কেমন থাকবে মেট্রো পরিষেবা? জেনে নিন বড় আপডেট
    এই সময় | ২৫ ফেব্রুয়ারি ২০২৫
  • বুধবার মহাশিবরাত্রি। ওই দিন কলকাতা মেট্রো পরিষেবা কেমন থাকবে? দক্ষিণেশ্বর-কবি সুভাষ রুটের মেট্রো স্বাভাবিক থাকবে মেট্রো পরিষেবা? বড় আপডেট দিল মেট্রো কর্তৃপক্ষ।

    কলকাতা মেট্রো সূত্রে খবর, সাধারণত দক্ষিণেশ্বর-কবি সুভাষ রুটে ২৬২টি মেট্রো চলাচল করে প্রতিদিন। তবে বুধবার ১৩ জোড়া মেট্রো কম চলবে। অর্থাৎ সব মিলিয়ে মোট ২৩৬টি মেট্রো চালানো হবে। তবে অন্যান্য দিনের মতো প্রথম ও শেষ মেট্রোর সময়ে কোনও বদল হচ্ছে না।

    পাশাপাশি ওই দিন রাত ১০টা ৪০ মিনিটেই ছাড়বে স্পেশাল মেট্রো। তবে ব্লু লাইন ছাড়া এসপ্ল্যানেড-হাওড়া ময়দান, শিয়ালদহ-সেক্টর ফাইভ এবং জোকা-তারাতলা- সহ অন্যান্য রুটে সারা দিনের মেট্রোর সংখ্যার কোনও পরিবর্তন হচ্ছে না। উল্লেখ্য, শিবরাত্রি উপলক্ষ্যে  সরকারি অফিস, স্কুল, কলেজ ছুটি থাকে। ফলত যাত্রীর চাপ কিছুটা কম থাকে। সেই কারণেই মেট্রোর সংখ্যা কমানো হয়েছে বলে মনে করা হচ্ছে।

  • Link to this news (এই সময়)