• চিকিৎসকদের বেতন বৃদ্ধির ঘোষণা, কী বললেন আরজি করের নির্যাতিতার মা-বাবা?
    এই সময় | ২৫ ফেব্রুয়ারি ২০২৫
  • সোমবারই রাজ্যের সরকারি হাসপাতালের চিকিৎসকদের বেতন বৃদ্ধির ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতার ধনধান্য প্রেক্ষাগৃহে চিকিৎসকদের নিয়ে একটি বিশেষ সভার আয়োজন করা হয়। সেখানেই এই ঘোষণা করা হয়েছে। যদিও এই বেতন বৃদ্ধির বিষয়টিকে নিয়ে কটাক্ষ করলেন আরজি কর হাসপাতালের নিহত তরুণীর মা-বাবা। 

    এ দিন চিকিৎসকদের বেতন বৃদ্ধির বিষয়টি নিয়ে নির্যাতিতার মা-বাবা বলেন, ‘আরজি কর আন্দোলন বানচাল করতেই চিকিৎসকদের বেতন বাড়ানো হচ্ছে। আমাদেরও টাকা দিয়ে এই ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছিল। কিন্তু সেটা হচ্ছে না। তাই ডাক্তারদের টাকা বাড়িয়ে, ডাক্তারদের গায়ে হাত বুলিয়ে যাতে তাঁরা আন্দোলন না করেন, সেই চেষ্টা করা হচ্ছে।’

    পাশাপাশি নির্যাতিতার বাবা আরও জানান, তাঁদের মেয়ে কর্মস্থলে নির্যাতনের শিকার হয়েছেন। এই ঘটনা বিশ্বের কোথাও হয়নি। তার বিচার এখনও পাওয়া যায়নি। অভিযুক্তরা শাস্তি পায়নি, অপরাধীরা সামনে আসেনি। তাঁর দাবি, অপরাধীকে যে ভাবে প্রশ্রয় দেওয়া হয়েছে, তাতে মহিলাদের উপর অত্যাচারের ঘটনা বা অপরাধমূলক কাজকর্ম আরও বেড়ে চলেছে।

    অন্যদিকে, নির্যাতিতার মৃত্যুর ছয় মাসের বেশি অতিক্রান্ত হয়ে গেলেও ‘ডেথ সার্টিফিকেট’ পাওয়া নিয়ে সমস্যায় পড়তে হয়েছে নির্যাতিতার পরিবারকে। তাঁদের অভিযোগ, সার্টিফিকেট হাতে পেতে কখনও আরজি কর মেডিক্যাল কলেজ আবার কখনও কলকাতা পুরসভার বরো-১ অফিসে ঘুরে ঘুরে কার্যত খালি হাতেই ফিরতে হচ্ছে। এর পরেও যদি হয়রানির শিকার হতে হয় তবে আবারও আইনের দ্বারস্থ হতে পারেন নির্যাতিতার বাবা-মা। 

  • Link to this news (এই সময়)