• ২৫০০ টাকা নিয়ে বচসায় খুন, পচা গন্ধে হদিশ মিলল ছাদে লুকনো দেহের
    এই সময় | ২৫ ফেব্রুয়ারি ২০২৫
  • অনেকক্ষণ ধরে পচা গন্ধ পাওয়া যাচ্ছিল এলাকায়। দীর্ঘক্ষণ ধরে খোঁজ খবর পেয়েও বোঝা যাচ্ছিল না কীসের গন্ধ। স্থানীয় লোকজনই খোঁজ করতে শুরু করেন গন্ধের উৎস। শেষ পর্যন্ত একটি বাড়ি থেকে পচা গন্ধ পাওয়া যাচ্ছে বলে সন্দেহ প্রকাশ করেন স্থানীয়দের একাংশ। সেই বাড়িটিতে গিয়ে পরিবারটিকে জিজ্ঞাসাবাদ করার পরেই তাঁরা নাকি কিছুতেই বাড়িতে ঢুকতে দেয়নি। তাতেই সন্দেহ গাঢ় হয় স্থানীয়দের, খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ এসে জোর করে সেই বাড়িতে ঢুকে খোঁজ শুরু করে। তার পরেই ওই বাড়ির ছাদ থেকে উদ্ধার হয় একটি মৃতদেহ। উত্তর ২৪ পরগনার সোদপুরের সুখচর বাজারপাড়া এলাকার ঘটনা।

    ওই বাড়িটি থেকে পুলিশ যার দেহ উদ্ধার করেছে, তার নাম আক্রম আলি। পুলিশ জানিয়েছে, আক্রম পেশায় একজন ফেরিওয়ালা। নানা বাতিল জিনিসের বিকিকিনি করতেন কামারহাটির বাসিন্দা আক্রম আলি। এই আক্রমকে খুনের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে চিরাগ গুহকে। তার বাড়ি থেকেই উদ্ধার হয়েছে আক্রমের দেহ। পুলিশ জানিয়েছে, পাওনা নিয়ে কোনও ঝামেলা হয়েছিল ২ জনের মধ্যে। পুলিশ সূত্রের খবর, আড়াই হাজার টাকা নিয়ে সমস্যার সূত্রপাত। আক্রমের থেকে আড়াই হাজার টাকা ধার নিয়েছিল চিরাগ। সেটা চাইতে পরে আবার আক্রম আলি চিরাগের বাড়িতে আসে, সেই সময় চিরাগ ফেরিওয়ালা আক্রমকে বাড়িতে ঢুকিয়ে নিয়ে বেধরক মারধর করে। পুলিশি জেরা জানা গিয়েছে, মারধরের পরে গলায় ও মুখে তার জড়িয়ে আক্রমকে খুন করে চিরাগ। এর পরে দেহ লুকিয়ে রাখে। ঘটনার পর থেকে অভিযুক্ত চিরাগ গুহর মা পলাতক। তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। শুধু আড়াই হাজার টাকার জন্যই খুন নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে, তা জানার চেষ্টা করছে পুলিশ।

  • Link to this news (এই সময়)