• মানবেন না নতুন মণ্ডল সভাপতিকে, বিজেপি অফিসে তুমুল বিক্ষোভ কার্যকর্তাদের ...
    আজকাল | ২৫ ফেব্রুয়ারি ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে মুর্শিদাবাদ জেলায়  দিকে দিকে বিজেপির মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব মাথা চাড়া দেওয়ার অভিযোগ। এবার মণ্ডল সভাপতি নির্বাচনকে কেন্দ্র করে মুর্শিদাবাদের ফরাক্কা ব্লকে বিক্ষুব্ধ হয়ে উঠেছেন দলের বেশ কিছু নেতাকর্মী। 

    বিজেপি রাজ্য নেতৃত্ব যদি দ্রুত ফরাক্কা (১)মন্ডল সভাপতি স্বপন ঘোষকে তাঁর পদ থেকে না সরিয়ে  দেন তাহলে দলের প্রচুর নেতা-কর্মী বিজেপি নেতৃত্বের বিরুদ্ধেই ফারাক্কায় বিক্ষোভে নামবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন দলের কর্মকর্তারা। ফরাক্কা (১) মণ্ডল সভাপতি পরিবর্তনের দাবি জানিয়ে  দলীয় অফিসে বিক্ষোভও দেখিয়েছেন বেশ কিছুকর্মী কর্মকর্তা। সম্প্রতি মুর্শিদাবাদের বড়ঞা ব্লকেও মণ্ডল সভাপতি নির্বাচনকে কেন্দ্র করে বিজেপি-র অন্দরে তুমুল গোষ্ঠীদ্বন্দ্ব দেখা গিয়েছে। 

    ফরাক্কা ব্লকের বিজেপি নেতা শুভাশিস ঘোষ বলেন,' আমাদের রাজ্য নেতৃত্ব মণ্ডল সভাপতি নির্বাচনের আগে একাধিক শর্ত দিয়েছিলেন।  কিন্তু সেই সমস্ত শর্ত পূরণ করতে না পারা সত্ত্বেও স্বপন ঘোষকে ফরাক্কা (১) মন্ডল সভাপতি পদে বসানো হয়েছে। '

    তাঁর অভিযোগ,' মালদা সাংগঠনিক জেলা সভাপতি পার্থসারথি ঘোষ এবং দলের ডির্স্ট্রিক্ট রিটার্নিং অফিসার শুভেন্দু সরকার-সহ আরও কয়েকজন টাকার বিনিময়ে স্বপন ঘোষকে এই পদে বসিয়েছেন। গত লোকসভা নির্বাচনে স্বপন ঘোষকে ফারাক্কা বিধানসভা এলাকায়  ৬০ টি বুথে ভোট করার জন্য দলের তরফে টাকা  দেওয়া হয়েছিল।  কিন্তু তিনি মাত্র কুড়িটি বুথের খরচ দিয়েছিলেন। বাকি টাকা নিজে আত্মসাৎ করেছিলেন। এই ধরনের লোককে  আমরা মণ্ডল সভাপতি হিসেবে মানতে পারব না। ইতিমধ্যেই আমরা তাঁর বিরুদ্ধে আন্দোলন শুরু করেছি। যদি তাঁকে ওই পদ থেকে না সরানো হয় তাহলে ফরাক্কায় আরও বৃহত্তর আন্দোলন করবো আমরা।' ফরাক্কা ব্লকে বিজেপির অপর এক কার্যকর্তা অমিত ঘোষ বলেন, 'আমরা দীর্ঘদিন ধরে দল করছি। কিন্তু এখানে কোনও যোগ্য লোক পাচ্ছি না যে সঠিকভাবে দলের কাজ এগিয়ে নিয়ে যাবে এবং আমাদেরকে নেতৃত্ব দিতে পারবে। বর্তমানে যাকে দলের মন্ডল সভাপতি করা হয়েছে তাঁকে কেউ চেনে না। আমরা চাই যোগ্য কোনও ব্যক্তিকে এই পদে বসানো হোক।' অন্যদিকে দলের বিক্ষুব্ধ কার্যকর্তাদের মন্তব্যের জবাব দিতে গিয়ে নবনির্বাচিত ফরাক্কা (১) মন্ডল সভাপতি স্বপন ঘোষ বলেন,'যাঁরা  আমার বিরুদ্ধে বিভিন্ন মন্তব্য করছেন তাঁরা ঠিকাদার বা অন্য কোনও কাজ করেন। আমি এই পদে থাকার জন্য তাঁরা নিজেদের স্বার্থ চরিতার্থ করতে পারছেন না।' তিনি বলেন,' রাজ্যের তরফ থেকে আমাকে এই পদে বসানো হয়েছে। বিজেপি দলে সংগঠনের বাইরে কেউ নয়। আমি সকলের সঙ্গে বৈঠক এবং আলোচনা করে বিষয়টি সমাধান করার চেষ্টা করব।'
  • Link to this news (আজকাল)