• বৃষ্টি হলেই স্টেশনের সাবওয়ের নীচে জল থইথই,  জমা জলের সমস্যা মেটাতে চুঁচুড়ায় উদ্যোগী প্রশাসন...
    আজকাল | ২৫ ফেব্রুয়ারি ২০২৫
  • মিল্টন সেন,হুগলি: জেলা সদরে ব্যস্ততম রেল স্টেশন চুঁচুড়া। স্বাভাবিক কারণেই শহরের অন্যতম ব্যস্ত রাস্তা স্টেশন রোড। আর সেই ব্যস্ততম স্টেশনের সাবওয়ের নীচে জল জমা নিয়ে নাজেহাল শহরবাসী। বৃষ্টির হলেই জল জমে বন্ধ হয়ে যায় রাস্তা।

     ফলে ভিড় সামাল দিতে রীতিমত হিমশিম পরিস্থিতি। চুঁচুড়া শহর থেকে দিল্লি রোড যোগাযোগকারী একমাত্র রাস্তা এই স্টেশন রোড। ফলে যাতায়াত বন্ধ হলে রীতিমত সমস্যায় পড়তে হয় স্থানীয় বাসিন্দাদের। যদিও সাবওয়ে সংস্কার রেল কতৃপক্ষের আওতাধীন। রেল কতৃপক্ষের উদাসীনতায় সৃষ্ট সেই সমস্যার পাকাপাকি সমাধানে উদ্যোগী হল জেলা প্রশাসন।

    সোমবার সদর মহকুমা শাসক স্মিতা সান্যাল শুক্লা সাবওয়ে পরিদর্শন করেন। সঙ্গে ছিলেন ট্রাফিক ইন্সপেক্টর মানদাতা সাউ, চুঁচুড়া থানার আধিকারিক অনিমেষ হাজারী-সহ স্থানীয় পঞ্চায়েতের প্রতিনিধি এবং পূর্ব রেলের আধিকারিকেরা। উপস্থিত ছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। পরিদর্শনের পর আপাতত রাস্তার পাশে অবস্থিত মজে যাওয়া ড্রেন সংস্কার করে চওড়া করা এবং সেটিকে নিকাশি নালার সঙ্গে জুড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অবিলম্বে জল যন্ত্রণা থেকে মুক্তি দেওয়ার লক্ষ্যে আগামী বুধবার পুনরায় বৈঠকের নির্দেশ দিয়েছেন মহকুমাশাসক। জানা গিয়েছে, ওই বৈঠকে পাকাপাকি ভাবে সাবওয়ের নীচের অংশে জল জমার সমস্যা নির্মূল করার সিদ্ধান্ত নেওয়া হবে।

    ছবি পার্থ রাহা।
  • Link to this news (আজকাল)