বহুতল থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা অধ্যাপকের, পিছনে কোন কারণ?
আজকাল | ২৫ ফেব্রুয়ারি ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: শিবপুর মন্দিরতলায় একটি আবাসনের পাঁচ তলার ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন এক বৃদ্ধ। মৃত বৈদ্যনাথ পাল (৯২) বলে জানা গিয়েছে। কর্মজীবনে হুগলীর একটি কলেজে অধ্যাপনা করতেন তিনি। মানসিক অবসাদে বহুতল থেকে ঝাঁপ দিয়েছেন বলে মনে করছেন স্থানীয়রা।
জানা গিয়েছে, সোমবার সন্ধ্যে সাড়ে ৫টা নাগাদ ঘটনাটি ঘটেছে শিবপুর মন্দিরতলায়। ওই আবাসনের তিন তলায় ২০২ নম্বর ঘরে স্ত্রীকে নিয়ে থাকতেন প্রাক্তন ওই অধ্যাপক। ঘটনার সময় পাশের ঘরে ছিলেন স্ত্রী। অন্য একটি ঘরে টিভি দেখছিলেন বৈদ্যনাথবাবু। হঠাৎ করেই এমন মর্মান্তিক দুর্ঘটনা ঘটে যায়। ঘটনার কথা জানতে পেরে আসে শিবপুর থানার পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে তারা। বৈদ্যনাথবাবু কেন এমন ঘটনা ঘটালেন সে বিষয়ে তদন্ত শুরু করেছেন তাঁরা।
পরিবার সূত্রে জানা গিয়েছে, স্থানীয়রাই মৃতের স্ত্রী ছবি পালকে বিষয়টি জানান। এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। অনেকেই মনে করছেন মানসিক অবসাদ থেকে এমনটা ঘটে থাকতে পারে।