• সাপের আঁতুড়ঘর চন্দননগর পুলিশ হেড কোয়ার্টার! চরম আতঙ্ক
    আজকাল | ২৫ ফেব্রুয়ারি ২০২৫
  • মিল্টন সেন, হুগলি: চন্দননগর পুলিশের হেড-কোয়ার্টার থেকে বিষধর চন্দ্রবোড়া উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য। 

    জেলা সদর চুঁচুড়া পুলিশ লাইনে রয়েছে চন্দননগর পুলিশের হেড কোয়ার্টার। সেখানে রয়েছে পুলিশ কমিশনার, ডেপুটি পুলিশ কমিশনার, অ্যাসিসট্যান্ট পুলিশ কমিশনারের অফিস। বহু প্রাচীন ডাচ আমলের বিল্ডিংয়ে অবস্থিত চন্দননগর পুলিশের হেডকোয়ার্টার। পুরোনো ঐতিহাসিক সেই ভবন থেকে আগেও উদ্ধার হয়েছিল বিষধর সাপ। 

    সোমবার পুলিশ কমিশনার অফিসের পিছন দিকে একটি সাপ দেখতে পান পুলিশ কর্মিরা। খবর দেওয়া হয় ব্যান্ডেলের সাপ উদ্ধারকারী চন্দন ক্লেমেন্ট সিংকে। চন্দন গিয়ে পুলিশ লাইন থেকে একটি বিশাল আকৃতির চন্দ্রবোড়া উদ্ধার করেন। চন্দন জানান, একটা চন্দ্রবোড়া ৪০-৪৫টা বাচ্চা দেয়। তারা বাসস্থান সংকটে রয়েছে। যেখানে বসবাস করে সেখানে জল ঢুকে গেলেও বাইরে বেরিয়ে আসতে পারে। এই এলাকায় একাধিকবার সাপ উদ্ধার হয়েছে। তাই সাবধানে থাকা উচিত। চন্দনবাবুর পরামর্শ যে, সাপে কামড়ালে সময় নষ্ট না করে হাসপাতালে নিয়ে যেতে হবে।
  • Link to this news (আজকাল)