আজকাল ওয়েবডেস্ক: ফের বোমাতঙ্ক শহর কলকাতায়। সোমবার ৯৭/এ হরিশ মুখার্জি স্ট্রিটে রাত আটটা নাগাদ একটি নির্মীয়মাণ বাড়ির সামনে দুটি বাক্স পরে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। যা দেখে আতঙ্কিত হয়ে পড়েন তারা। তড়িঘড়ি খবর দেওয়া হয় পুলিশে। খবর পাওয়ামাত্রই স্থানীয় থানার পুলিশ এসে হাজির হয় ঘটনাস্থলে। ঘটনাস্থলে আসে বম্ব স্কোয়াডও। আধিকারিকরা বাক্স গুলো খুলে দেখেন তার মধ্যে ওষুধের খালি খাপ পরে আছে। যদিও এই ঘটনায় আতঙ্ক ছড়ায় এলাকায়।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, প্রথমে তারা এই বক্সটি দেখে প্রচণ্ড আতঙ্কিত হয়ে পড়েছিলেন। এরপর তাঁরা স্থানীয় থানায় খবর দেন। এরপর ঘটনাস্থলে আসে পুলিশ ও বম্ব স্কোয়াড। বম্ব স্কোয়াড তদন্ত করতে গিয়ে দেখে বক্সের ভেতরে কাগজের টুকরো এবং বেশ কিছু ওষুধের খালি প্যাকেট এবং মোড়ক রয়েছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, আতঙ্ক ছড়ানোর জন্য কেউ বা কারা এমন ঘটনা ঘটিয়েছে। গোটা ঘটনার তদন্ত করছে পুলিশ।