সরকারি জমি দখল করে পাঁচিল দিচ্ছেন কাউন্সিলরের স্বামী! প্রতিবাদ করে বেধড়ক মার খেল পরিবার
প্রতিদিন | ২৫ ফেব্রুয়ারি ২০২৫
মণিরুল ইসলাম, উলুবেড়িয়া: সরকারি জমি দখল করে পাঁচিল দেওয়া হচ্ছিল বলে অভিযোগ। সেই ঘটনার প্রতিবাদ করেছিলেন এলাকারই সাধারণ বাসিন্দারা। সেজন্য তাঁদের মারধর করা হল। আক্রান্তরা হাসপাতালে ভর্তি। অভিযুক্ত তৃণমূল কাউন্সিলরের স্বামী। ঘটনাটি উলুবেড়িয়া শ্যামপুর রোড এলাকায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
জানা গিয়েছে, উলুবেড়িয়ার শ্যামপুর রোড়ের ধারে সরকারি জমি আছে। সেই জমিতে পাঁচিল তোলা নিয়ে শুরু হয় বিতর্ক। অভিযোগ উঠেছে, উলুবেড়িয়া পুরসভার ২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তনভির নিজাম মোল্লা। তাঁর স্বামীর নাম নিজাম মোল্লা। তাঁর নেতৃত্বেই সেই পাঁচিল উঠছে বলে অভিযোগ। সেই ঘটনার প্রতিবাদ করেন পারিজাত এলাকার বাসিন্দা সাফিনুন নাজির ও তাঁর পরিবারের সদস্যরা। সেই প্রতিবাদের জন্য তাঁদের বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ।
সাফিনুন নাজির, তাঁর মা রৌশনারা বেগম ও স্ত্রী কাসেমা খাতুন মারধরে গুরুতর জখম হয়েছেন। ঘটনার পর তাঁরা উলুবেড়িয়া শরৎচন্দ্র মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি। কাউন্সিলরের স্বামীর বিরুদ্ধে উলুবেড়িয়া থানায় অভিযোগ দায়ের হয়েছে। যদিও মারধরের অভিযোগ অস্বীকার করেছেন নিজাম মোল্লা। তাঁর দাবি পিডব্লুডির ওই জায়গায় আগেই পাঁচিল দেওয়া ছিল। সেটা এখন রিপেয়ারিং হচ্ছে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। উলুবেড়িয়া পুরসভার চেয়ারম্যান অভয় দাস বলেন, “সরকারি জমি উপর দখলদারি কখনওই ঠিক নয়। পুরো বিষয়টা পূর্ত দপ্তর এবং পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে। আইন আইনের পথে চলবে। তারা আইনানুগ ব্যবস্থা নেবে।”