• ১৫ হাজারের গিফট কার্ড চাই! এন আর এসের অধ্যক্ষের নামে ভুয়ো ইমেল ডাক্তারদের
    প্রতিদিন | ২৫ ফেব্রুয়ারি ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মেডিক্যাল কলেজের অধ্যক্ষের নামে ভূতুড়ে ইমেল! এন আর এস মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসকদের ইমেল করে ১৫ হাজার টাকার গিফট কার্ড চাওয়া হয়। স্বাভাবিকভাবেই অধ্যক্ষের ইমেল আইডি থেকে এমন বার্তা পেয়ে চমকে যান সকলেই। বিষয়টি জানাজানি হতই সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ দায়ের করা হয়।

    সোমবার সকাল সাড়ে দশটা নাগাদ এন আর এস মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. পীতবরণ চক্রবর্তীর নাম করে ভুয়ো ইমেল যায় ওই হাসপাতালের ডাক্তার,অধ্যাপকদের কাছে। যেখানে জানানো হয়, ডা. পীতবরণ চক্রবর্তী ৫ হাজার টাকার তিনটি অ্যাপেল গিফট কার্ড প্রয়োজন। কিন্তু নিজে জরুরি কাজে ব্যস্ত থাকায় ব্যবস্থা করতে পারছেন না। কেউ যেন ওই গিফট কার্ড কিনে তাঁকে পাঠিয়ে দেন। দিন শেষ হওয়ার আগেই টাকা দিয়ে দেবেন অধ্যক্ষ। এমন ইমেল পেতেই চমকে যান সকলে। সঙ্গে সঙ্গে পীতবরণবাবুকে বিষয়টি জানানো হয়।

    এরপর অধ্যক্ষ নিজেই হোয়াটসঅ্যাপে কলেজের অধ্যাপক, ডাক্তারদের বিষয়টি জানান। লালবাজার সাইবার ক্রাইম বিভাগেও জানানো হয়। এমনকী, কলকাতা পুলিশের সিপি এবং জয়েন্ট সিপিকেও জানায় এনআরএস মেডিক্যাল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, এটি হ্যাকারদের কীর্তি।
  • Link to this news (প্রতিদিন)