কুলডিহা জিয়াড় ঝারনা ক্লাবের আদিবাসী সাংস্কৃতিক অনুষ্ঠান ঘিরে ব্যাপক উন্মাদনা
বর্তমান | ২৫ ফেব্রুয়ারি ২০২৫
সংবাদদাতা, ঝাড়গ্রাম: সাঁকরাইলের কুলডিহা জিয়াড় ঝারনা ক্লাবের আদিবাসী সাংস্কৃতিক অনুষ্ঠান ঘিরে ব্যাপক উন্মাদনা দেখা যায়। সোমবারের ওই অনুষ্ঠানে বহু মানুষ ভিড় করে। ক্লাব প্রাঙ্গণ কার্যত মেলার আকার নেয়। বিভিন্ন ধরনের খেলাধুলো, আদিবাসী নৃত্য প্রতিযোগিতা ও আদিবাসী সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এদিন ফিতে কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন সাঁকরাইল পঞ্চায়েত সমিতির সভাপতি ঝুনু বেরা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাঝি পারগানা মহল সংগঠনের ঝাড়গ্রাম জেলা পারানিক সূর্যকান্ত মুর্মু, রোহিণী চিয়াড়া সারিধরম পিড় পারগানা বাবলু মুর্মু সহ বিশিষ্টজনেরা।
কুলডিহা গ্রামের কয়েকজন শুভানুধ্যায়ীর উদ্যোগে এই ক্লাব ১৯৬১ সালে স্থাপিত হয়। ক্লাবের সদস্য সংখ্যা ৪০জন। গ্রামবাসীদের সহযোগিতায় এই ক্লাবে অনুষ্ঠান হয়ে আসছে। বিগত বছরগুলিতে সরস্বতী পুজোর সময় ক্লাবের এই অনুষ্ঠান হতো। মাধ্যমিক পরীক্ষা থাকায় এবার অনুষ্ঠানের সময় পিছিয়ে গিয়েছে। ক্লাবের ৫০ বছরের আদিবাসী সাংস্কৃতিক অনুষ্ঠান সোমবার হয়। বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার সঙ্গে আদিবাসীদের সাড়পা, লাংড়ে, পরব সহ বিভিন্ন নাচের প্রতিযোগিতা হয়। অনুষ্ঠান থেকে এলাকার দুঃস্থদের বস্ত্র বিলি করা হয়। নাচে প্রথম থেকে চতুর্থ স্থানাধিকারীদের পুরস্কার দেওয়া হয়। এছাড়াও অংশগ্রহণকারী প্রায় প্রতিটি দলকেই শান্ত্বনা পুরস্কার দেওয়া হয় বলে জানিয়েছেন ক্লাবের সভাপতি দারগা মুর্মু। তিনি বলেন, এবছর মাধ্যমিক পরীক্ষার্থীদের কথা ভেবে অনুষ্ঠান পিছিয়ে দেওয়া হয়েছে। এলাকার বেশিরভাগ গ্রাম আদিবাসী অধ্যুষিত। অনুষ্ঠানে ভালো সাড়া পাওয়া গিয়েছে।-নিজস্ব চিত্র