সরকারি অনুষ্ঠানের মঞ্চে বসে তৃণমূল নেতা, দাঁড়িয়ে রয়েছেন বিডিও! বিতর্ক
বর্তমান | ২৫ ফেব্রুয়ারি ২০২৫
সংবাদদাতা, মানকর: সরকারি অনুষ্ঠানের মঞ্চে অন্যান্যদের সঙ্গে বসে আছেন এক তৃণমূল নেতা। পাশে দাঁড়িয়ে রয়েছেন বিডিও। এমনই একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। তাঁর অভিযোগ, সরকারি অনুষ্ঠানে চেয়ারে বসার জায়গা পেলেন না কাঁকসার বিডিও। অথচ তৃণমূল নেতা পল্লব বন্দ্যোপাধ্যায় বসে রইলেন মঞ্চের প্রথম সারিতে। যদিও অহেতুক বিতর্ক তৈরির চেষ্টা চলছে বলে জানিয়েছেন কাঁকসার বিডিও। রবিবার ১৯নম্বর জাতীয় সড়কের পাশে পানাগড় শিল্পতালুক এলাকায় যাত্রী প্রতীক্ষালয়ের উদ্বোধন হয়। রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার, দক্ষিণবঙ্গ পরিবহণ সংস্থার চেয়ারম্যান সুভাষ মণ্ডল উপস্থিত ছিলেন। সেখানেই মঞ্চে প্রথম সারিতে স্থানীয় তৃণমূল নেতা পল্লব বন্দ্যোপাধ্যায়কে বসে থাকতে দেখা যায়। ওই অনুষ্ঠানে বিডিওর দাঁড়িয়ে থাকা একটি ছবি পোস্ট করে বিজেপির অভিযোগ, সরকারি অনুষ্ঠানে কেন বিডিও বসার জায়গা পাবেন না? কংগ্রেস সহ বিভিন্ন দলও সরব হয়েছে। কংগ্রেস নেতা পূরব বন্দ্যোপাধ্যায় বলেন, এটা দুর্ভাগ্যজনক ঘটনা। তৃণমূল সরকার যে প্রশাসনের আধিকারিকদের দলদাস বানিয়ে রাখে, এটা আবার প্রমাণিত হল। বিজেপি নেতা রমন শর্মা বলেন, বর্তমান সরকার মহিলাদের সম্মান করতে জানে না। মহিলা আধিকারিকেরও সম্মান নেই। অভিযোগ অস্বীকার করে তৃণমূল নেতা পল্লব বন্দ্যোপাধ্যায় বলেন, ওই বাসস্ট্যান্ড হওয়ায় এলাকার মানুষের দীর্ঘদিনের চাহিদা পূরণ হল। সেই উন্নয়ন নিয়ে বিরোধীদের মুখে কোনও কথা নেই। কে কোথায় বসল, তা নিয়ে অহেতুক বিতর্ক করার চেষ্টা করা হচ্ছে। মানুষ এসব ভালো চোখে দেখবে না। বিডিও পর্ণা দে বলেন, মন্ত্রী দাঁড়িয়েছিলেন। সেকারণে প্রোটোকল মেনে দাঁড়িয়েছিলাম। ওই অনুষ্ঠানের সঞ্চালনা ও তদারকি করছিলাম। এনিয়ে অহেতুক বিতর্ক তৈরির চেষ্টা চলছে।