• পাড়ায় ‘এক্স এমএলএ’ ক্রিকেট টুর্নামেন্টে জয়ী ইমতাজ একাদশ
    বর্তমান | ২৫ ফেব্রুয়ারি ২০২৫
  • সংবাদদাতা, রঘুনাথপুর: সোমবার পাড়া ব্লকে ‘এক্স এমএলএ’ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল সোমবার অনুষ্ঠিত হল। ইমতাজ একাদশ ও টাইগার এফসি হরিহরপুর মুখোমুখি হয়। উদয়পুর-জয়নগর গ্রাম পঞ্চায়েতের মালঞ্চডি কালী মন্দির সংলগ্ন ময়দানে খেলাটি হয়। চ্যাম্পিয়ন হয় ইমতাজ একাদশ। পুরস্কার বিলির অনুষ্ঠানে প্রাক্তন বিধায়ক তথা ব্লক তৃণমূল সভাপতি উমাপদ বাউরি, পঞ্চায়েত সমিতির সভাপতি দীপক কুম্ভকার, পূর্ত কর্মাধ্যক্ষ পুলক বন্দ্যোপাধ্যায়, জেলা পরিষদ সদস্য অভিজিৎ বন্দ্যোপাধ্যায় প্রমুখ উপস্থিত ছিলেন। বর্তমান যুবসমাজ মাঠ বিমুখ হয়ে পড়েছে। মোবাইলের দাপটে খেলাধুলার প্রতি আগ্রহ কমেছে। যুব সমাজকে মাঠমুখী হওয়ার বার্তা দিতেই এক্স এমএলএ ক্রিকেট কাপের আয়োজন করা হয়েছিল। গত শুক্রবার খেলার সূচনা হয়। চারদিন ধরে খেলা চলে। প্রতিযোগিতায় ১২টি দল অংশগ্রহণ করে। এদিন ফাইনাল হয়। চ্যাম্পিয়ন ও রানার্স দলের হাতে কাপ ও নগদ টাকার চেক তুলে দেওয়া হয়। পাশাপাশি ম্যান অব দ্যা ম্যাচ, ম্যান অব দ্যা সিরিজ, বেস্ট বোলার, বেস্ট ব্যাটিংকেও পুরস্কৃত করা হয়। এদিন খেলা দেখতে মাঠে বহু মানুষ ভিড় করে। উমাপদবাবু বলেন, যুব সমাজকে মাঠমুখী করে তোলার জন্য প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। খুব ভালো সাড়া পাওয়া গিয়েছে।
  • Link to this news (বর্তমান)