• রাজ্য সড়কে তাপবিদ্যুৎ কেন্দ্রের ছাই বোঝাই গাড়ির নিত্য যাতায়াত
    বর্তমান | ২৫ ফেব্রুয়ারি ২০২৫
  • সংবাদদাতা, রঘুনাথপুর: রঘুনাথপুর তাপবিদ্যুৎ কেন্দ্রের ছাই বোঝাই গাড়িগুলি অনিয়ন্ত্রিতভাবে রাজ্য সড়কে চলাচল করছে। যার ফলে প্রায় দিনই দুর্ঘটনা ঘটে চলেছে। পাশাপাশি গাড়ি থেকে ছাই উড়ে অন্য গাড়ির চালক ও স্থানীয় বাসিন্দাদের সমস্যা সৃষ্টি করছে। সেই ছাই হাওয়াতে মিশে বায়ু দূষণও হচ্ছে। এমনই অভিযোগ তুলে তৃণমূল নেতৃত্ব সহ রঘুনাথপুর এলাকার বাসিন্দারা সোচ্চার হয়েছেন। রবিবার রাতে শতাধিক ছাই বোঝাই গাড়ি রঘুনাথপুর শহরে ঢোকার মুখে আটকে বিক্ষোভ দেখানো হয়। বিক্ষোভে রঘুনাথপুর পুরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা তৃণমূলের জেলা সম্পাদক ভবেশ চট্টোপাধ্যায় শামিল ছিলেন। সোমবার এই সমস্যার কথা জানিয়ে মহকুমা শাসককে লিখিত অভিযোগ জানানো হয়েছে।


    রঘুনাথপুর মহকুমা শাসক বিবেক পঙ্কজ বলেন, অভিযোগ পেয়েছি। খতিয়ে দেখা হচ্ছে। তবে, কারখানাগুলিকে নিয়ে যখনই মিটিং করা হয় তাদের ছাই পরিবহণ সংক্রান্ত বিষয়টি নিয়ে আলোচনা করা হয়। আগামী দিন বিষয়টি নিয়ে যাতে কারখানা কর্তৃপক্ষ ব্যবস্থা গ্রহণ করে তার জন্য জানানো হবে।


    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বর্তমানে বিভিন্ন জাতীয় সড়ক নির্মাণের কাজে, ফ্লাইঅ্যাশ ইট তৈরির কারখানা, সিমেন্ট কারখানা ও ঝাড়খণ্ডের বন্ধ হয়ে যাওয়া কয়লাখনি ভরাটের জন্য গাড়িতে করে ছাই নিয়ে যাওয়া হচ্ছে। জলে ভিজিয়ে ছাই ডাম্পার বা লরিতে চাপানো হয়। যাতে ছাই উড়ে না যায় সেজন্য গাড়ির উপর ত্রিপল ঢাকা দেওয়া হয়। অভিযোগ, ত্রিপল ঢাকা দিলেও ছাই উড়তে থাকে। আবার অনেক সময় গাড়ি থেকে ছাইয়ের জল চুঁইয়ে রাস্তায় পড়ে। পরে তা শুকিয়ে হাওয়ায় ওড়ে। ফলে ওই সড়ক দিয়ে বাইক, সাইকেল ও হেঁটে যেতে অসুবিধায় পড়েন সাধারণ মানুষ। এছাড়া প্রতিটি গাড়ি ওভারলোডেড থাকে। যার ফলে সড়কের ক্ষতি হয়। ওভারলোডেড থাকার জন্য প্রায়ই গাড়িগুলি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটে। ছাই বোঝাই গাড়িগুলির জন্য রঘুনাথপুর মহকুমা এলাকার মানুষ অতিষ্ঠ। বেশিরভাগ গাড়ি পুরুলিয়া-বরাকর, রঘুনাথপুর-বাঁকুড়া, রঘুনাথপুর-সাঁওতালডিহি রাজ্য সড়কের উপর দিয়ে চলাচল করে।


    রঘুনাথপুর তাপবিদ্যুৎ কেন্দ্র সূত্রে জানা গিয়েছে, বর্তমানে কয়েকটি ঠিকাদার সংস্থা ছাই পরিবহণ করছে। সেই সংস্থাগুলির সঙ্গে কয়েকটি সংস্থার চুক্তি রয়েছে। তারাই গাড়িতে করে ছাই নিয়ে যাচ্ছে।


    পুরসভার প্রাক্তন চেয়ারম্যান বলেন, যেভাবে ছাই পরিবহণ করা হচ্ছে তাতে এলাকায় প্রচুর দূষণ ছড়াচ্ছে। রাতে রাজ্য সড়ক দিয়ে চলাচল আতঙ্কের হয়ে উঠেছে। ছাই পরিবহণ গাড়িগুলির জন্য মানুষ অতিষ্ঠ।


    বাঁকুড়া জেলা বিজেপির সহ-সভাপতি বাণেশ্বর মুখোপাধ্যায় বলেন, রাতের অন্ধকারে ছাই পরিবহণে মানুষের প্রচুর অসুবিধা হচ্ছে। বিষয়টি নিয়ে আমরা রঘুনাথপুর তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে শুরু করে প্রশাসনকে জানিয়েছি।


    অভিযোগকারী বিক্রম মাজি, নাসিম খান, শুভেন্দু বন্দ্যোপাধ্যায় বলেন, কয়েক মাস ধরে রঘুনাথপুর তাপবিদ্যুৎ কেন্দ্রের ছাই বোঝাই লরি নিয়ম না মেনে বেপরোয়াভাবে যাতায়াত করছে। রাস্তার উপর ছাই পড়ায় দূষণ ছড়াচ্ছে। রাজ্য সড়কগুলি দিয়ে মানুষ যাতায়াত করতে পারছে না।


    রঘুনাথপুর তাপবিদ্যুৎ কেন্দ্রের এক আধিকারিক (ইএমপিসি) কে পি বন্দ্যোপাধ্যায় বলেন, বিষয়টি আমাদের নজরে এসেছে। ছাই পরিবহণকারী সংস্থাগুলিকে বিষয়টি নজর দেওয়ার জন্য জানানো হয়েছে।
  • Link to this news (বর্তমান)