• বড়জোড়ার কুম্ভ থেকে ফেরার পথে দুর্ঘটনা, যুবকের মৃত্যু
    বর্তমান | ২৫ ফেব্রুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: পূর্ণকুম্ভ থেকে ফেরার পথে দুর্ঘটনায় বড়জোড়ার এক যুবকের মৃত্যু হয়েছে। মৃত সৌভিক কর্মকারের(২৫) বাড়ি বড়জোড়া থানার প্রতাপপুর গ্রামে। ওই দুর্ঘটনায় আরও ছ’জন জখম হয়েছেন।


    পুলিস জানিয়েছে, প্রতাপপুর ও আশপাশের চারটি গ্রাম থেকে সাতজন শুক্রবার দুপুরে একটি চারচাকা গাড়িতে প্রয়াগরাজের উদ্দেশে রওনা দেন। শনিবার তাঁরা কুম্ভে স্নান সেরে ফেরার পথ ধরেন। কিন্তু রবিবার ভোরে উত্তরপ্রদেশের চান্দৌলি জেলায় তাঁদের গাড়ির সঙ্গে একটি ডাম্পারের সংঘর্ষ হয়। ঘটনাস্থ঩লেই সৌভিকের মৃত্যু হয়। তিনিই গাড়ি চালাচ্ছিলেন। বাকিরা বেনারস ট্রমা কেয়ার সেন্টারে চিকিৎসাধীন। তাঁদের মধ্যে তিনজনের চোট গুরুতর। খবর পেয়ে পরিবারের লোকজন ও গ্রামবাসীরা উত্তরপ্রদেশ গিয়েছেন। তাঁরা গুরুতর জখমদের দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করার ব্যবস্থা করছেন। 


    বড়জোড়ার তৃণমূল বিধায়ক অলোক মুখোপাধ্যায় বলেন, উত্তরপ্রদেশেই মৃত যুবকের দেহের ময়নাতদন্ত হয়েছে। তাঁর দেহ গ্রামে আনা হচ্ছে। মৃত ও জখমদের পরিবারের পাশে আমরা রয়েছি।
  • Link to this news (বর্তমান)