ভালো জল পেতে উদ্যোগী রঘুনাথপুর ২ নম্বর ব্লক প্রশাসন, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদের সহায়তায় মাটি পরীক্ষা করানোর সিদ্ধান্ত
বর্তমান | ২৫ ফেব্রুয়ারি ২০২৫
সংবাদদাতা, রঘুনাথপুর: প্রকল্পিত এলাকায় মাটির নীচে ভালো জল পাওয়া যাবে কিনা তা জানতে রঘুনাথপুর ২ নম্বর ব্লক প্রশাসন বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের জিওলজি বিভাগের বিশেষজ্ঞ এবং পুরুলিয়া ইঞ্জিনিয়ারিং কলেজের এগজিকিউটিভ ইঞ্জিনিয়ারদের দিয়ে বিশেষ মেশিনের দ্বারা মাটি পরীক্ষা করানো হচ্ছে। যে সমস্ত এলাকায় জলের স্তর মিলবে সেখানে আগামী দিন কাজ করা হবে বলে জানানো হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বর্তমানে রঘুনাথপুর ২ নম্বর ব্লক এলাকার বিভিন্ন জায়গায় সাবমার্সিবল করার জন্য বোরিং করা হচ্ছে। কিন্তু জল মিলছে না। যার ফলে নলকূপ খননের কাজ করতে গিয়ে সফলতা পাওয়া যাচ্ছে না। তাতে একদিকে সরকারি টাকা খরচ হচ্ছে। অন্যদিকে প্রকল্পের কাজ বাস্তবায়িত হচ্ছে না। তাই প্রকল্পের কাজ বাস্তবায়িত করতে রঘুনাথপুর ২ নম্বর ব্লক প্রশাসনের তরফ থেকে বিশেষ পরীক্ষার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পঞ্চায়েত সমিতির তরফ থেকে যে সমস্ত এলাকায় সাবমার্সিবলের কাজ ধরা হয়েছে সেখানের মাটি পরীক্ষা ব্যবস্থা করা হয়েছে।
পঞ্চায়েত সমিতি সূত্রে জানা গিয়েছে, বর্তমানে পঞ্চদশ অর্থ কমিশনের ৬০ শতাংশ টাকা জল প্রকল্পে খরচ করার জন্য জানানো হয়েছে। তাই সেই টাকায় বিভিন্ন জায়গায় নলকূপ, সাবমার্সিবল তৈরি করা হচ্ছে। রঘুনাথপুর ২ নম্বর ব্লকের বেশ কিছু জায়গায় সাবমার্সিবল করার জন্য বোরিং -এর কাজ করা হয়। কিন্তু জল পাওয়া যায়নি। তাই এবার পাথরবাড়ি জোড়াডি, কুলশোড়া মডেল স্কুলে সাবমার্সিবল বসানোর আগে বিশেষজ্ঞ দিয়ে মাটি পরীক্ষা করানো হয়। রঘুনাথপুর ২ নম্বর ব্লকের বিডিও পঙ্কজ দাস বলেন, জল প্রকল্পের কাজ যাতে বাস্তবায়িত হয় তাই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পরীক্ষার পর তিনটি প্রকল্পিত এলাকার বিশেষ জায়গায় জলের স্তর পাওয়া গিয়েছে।