নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: আলুর দাম বৃদ্ধি সহ বিভিন্ন দাবিতে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় কংগ্রেস। সোমবার পুরশুড়ায় বিডিও অফিসের সামনের রাস্তায় আরামবাগ-কলকাতা রাজ্য সড়কের উপরে আলু ছড়িয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেন কংগ্রেসের নেতা-কর্মীরা। পরে অবশ্য পুরশুড়া থানার পুলিস অবরোধ তুলে দেয়। কংগ্রেসের তরফে এদিন পুরশুড়া বিডিও অফিসে আট দফা দাবিতে স্মারকলিপি দেওয়া হয়। এদিন এই কর্মসূচিতে ছিলেন প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রীতম ঘোষ, দলের যুব সভাপতি আজাহার মল্লিক, পুরশুড়ার কংগ্রেস নেতা সজল ভৌমিক প্রমুখ। কংগ্রেসের দাবি, আলুর দাম ন্যূনতম দেড় হাজার টাকা কুইন্টাল করতে হবে। আলুর জন্য নেওয়া কৃষি ঋণ মকুব করে অবিলম্বে হিমঘরে লোডিংয়ের কাজ শুরু করতে হবে। এছাড়াও রাসায়নিক সারের দাম এমআরপি-র থেকে বেশি যাতে না নেওয়া হয়, তা নিশ্চিত করার দাবিও জানানো হয়।
উল্লেখ্য, পুরশুড়া কৃষি প্রধান এলাকা। সেখানে প্রায় প্রতিটি পঞ্চায়েত এলাকাতেই ব্যাপক পরিমাণে আলু চাষ হয়েছে। বর্তমানে আলু তোলার কাজ চলছে। আলুর ভালো ফলন হওয়ায় চাষিরা দাম পাচ্ছেন না বলে অভিযোগ।