• পাড়ার আনাড়া গার্লস উচ্চ বিদ্যালয়ে ৩টি নির্মাণকাজের উদ্বোধন
    বর্তমান | ২৫ ফেব্রুয়ারি ২০২৫
  • সংবাদদাতা, রঘুনাথপুর: সোমবার পাড়া ব্লকের আনাড়া গার্লস উচ্চ বিদ্যালয়ে তিনটি কাজের উদ্বোধন করা হয়। এদিন একটি অতিরিক্ত শ্রেণিকক্ষ, রান্নাঘরের শেড ও একটি শৌচাগার নির্মাণের কাজ শুরু করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে পাড়া পঞ্চায়েত সমিতির সভাপতি দীপক কুম্ভকার, পূর্ত কর্মাধ্যক্ষ পুলক বন্দ্যোপাধ্যায়, জেলা পরিষদ সদস্য জবা বাউরি প্রমুখ উপস্থিত ছিলেন। বিদ্যালয় কর্তৃপক্ষের দীর্ঘদিনের দাবির পর সমস্যার সমাধান হতে চলেছে। তাই বিদ্যালয় কর্তৃপক্ষ খুশি। পঞ্চায়েত সমিতির সূত্র জানা গিয়েছে, রাজ্য সরকারের সর্বশিক্ষা মিশন প্রকল্পের ১৯ লক্ষ টাকা দিয়ে তিনটি প্রকল্পের কাজ করা হবে। আগামী এক বছরের মধ্যে কাজগুলি সম্পূর্ণ হয়ে যাবে।


     বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সোমা রায় বলেন, কিচেন সেড না থাকায় প্রচুর সমস্যা হত। পাশাপাশি একটি টয়লেটেরও প্রয়োজন ছিল। এছাড়া প্রয়োজনের তুলনায় শ্রেণিকক্ষ কম থাকায় ছাত্রীদের বসতে অসুবিধা হত। দীর্ঘদিনের দাবির পর অবশেষে কাজগুলো শুরু হয় আমরা খুশি। দীপক বাবু বলেন, বিদ্যালয়ের অসুবিধার কথা জানার পরেই রাজ্য সরকার অর্থ বরাদ্দ করেছে। খুব শীঘ্রই কাজ শেষ হয়ে যাবে।
  • Link to this news (বর্তমান)