• খড়গ্রামে শিলাবৃষ্টিতে সর্ষেচাষে ক্ষতির আশঙ্কা কৃষকদের
    বর্তমান | ২৫ ফেব্রুয়ারি ২০২৫
  • সংবাদদাতা, কান্দি: রবিবার সন্ধ্যার শিলাবৃষ্টির কারণে ক্ষতির আশঙ্কা করছেন খড়গ্রামের সর্ষে চাষিরা। শিলাবৃষ্টির কারণে সর্ষে গাছের তেমন ক্ষতি না হলেও সর্ষের দানায় কাল ছোপ পড়তে পারে বলে চাষিদের দাবি। তাই দুশ্চিন্তায় রয়েছেন তাঁরা।


    চাষিরা জানিয়েছেন, এদিন সন্ধ্যায় খড়গ্রামের বিভিন্ন এলাকায় বৃষ্টি শুরু হয়। চলে রাত পর্যন্ত। এরমধ্যেই কয়েকটি এলাকায় বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হয়েছে। বিশেষ করে গারুটিয়া, মাড়গ্রাম, পুণিয়া, নগর ইত্যাদি এলাকায় শিলাবৃষ্টি হয়। এর ফলে চাষিরা সর্ষেচাষে ক্ষতির আশঙ্কা করছেন। মাড়গ্রামের চাষি সুকুমার মার্জিত, সুরজিৎ মার্জিত প্রমুখ জানিয়েছেন, শিলাবৃষ্টিতে সর্ষে গাছের খুব একটা ক্ষতি হয়নি। তবে গাছে সবেমাত্র ফলন এসেছে। এমন সময়ের শিলাবৃষ্টির কারণে সর্ষে দানায় কাল ছোপ পড়তে পারে। 


    আর সেটা হলে সর্ষের দর পাওয়া যাবে না।
  • Link to this news (বর্তমান)