সংবাদদাতা, ফালাকাটা: ফালাকাটা ২ নম্বর এসপি প্রাথমিক বিদ্যালয়ের নতুন বিল্ডিংয়ের সোমবার উদ্বোধন হল। ফালাকাটা ব্লকে একমাত্র ইংরেজিমাধ্যম এই প্রাথমিক স্কুলটি এতদিন ফালাকাটা জুনিয়র বেসিক স্কুলে চলছিল। ৫৮ লক্ষ ১৪ হাজার টাকা বরাদ্দে নতুন ভবন তৈরি করে এদিন সেই ভবনের উদ্বোধন করা হল। সাংস্কৃতিক অনুষ্ঠান হয় এ উপলক্ষ্যে। আলিপুরদুয়ারের পুলিস সুপার ওয়াই রঘুবংশী নয়া বিল্ডিংয়ের দ্বারদ্ঘাটন করেন। উপস্থিত ছিলেন ডিপিএসসি চেয়ারম্যান পরিতোষ বর্মন। এখন থেকে নয়া ভবনেই পঠনপাঠন হবে বলে জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ।