রাজ্যস্তরের ক্রীড়ায় খেলতে যাওয়ার আগে শুরু প্রশিক্ষণ
বর্তমান | ২৫ ফেব্রুয়ারি ২০২৫
সংবাদদাতা, আলিপুরদুয়ার: প্রাথমিকের রাজ্যস্তরের ক্রীড়া প্রতিযোগিতায় খেলতে কাল, বুধবার কলকাতা যাচ্ছে আলিপুরদুয়ার জেলার ২৯ জন ছাত্রছাত্রী। এর মধ্যে ১৪ জন ছাত্র ও ১৫ জন ছাত্রী। কলকাতায় প্রাথমিকের রাজ্যস্তরের ক্রীড়া প্রতিযোগিতা হবে ২৮ ফেব্রুয়ারি থেকে ২ মার্চ পর্যন্ত। রাজ্যস্তরের প্রতিযোগিতায় খেলতে যাওয়ার আগে শহরের অরবিন্দনগর জুনিয়র হাইস্কুলে তিনদিনের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ছাত্রছাত্রীদের উৎসাহ দিতে জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান পরিতোষ বর্মন নিজেও কলকাতা যাচ্ছেন। পরিতোষবাবু বলেন, ছাত্রছাত্রীদের গাইড করতে ন’জন শিক্ষকও যাচ্ছেন।