• বালাসন নদীঘাট বন্ধ, বিডিও অফিসে অবস্থানে শ্রমিকরা
    বর্তমান | ২৫ ফেব্রুয়ারি ২০২৫
  • সংবাদদাতা, বাগডোগরা: বালাসন নদীঘাট খোলার দাবিতে ফের বিক্ষোভ দেখালেন শ্রমিকরা। নদীর চরে নয়, এবার মাটিগাড়া বিডিও অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখান তাঁরা। সোমবার মাটিগাড়া ব্লকের বালাসন নদীঘাটে কাজ করা কয়েকশো শ্রমিক নদীঘাট খোলার দাবি নিয়ে বিডিও অফিসের সামনে এসে উপস্থিত হন। পরে তাঁরা ধর্নায় বসে পড়েন, চলে বিক্ষোভ প্রদর্শন। মাটিগাড়া থানার পুলিস তাঁদের বুঝিয়ে বিক্ষোভ তুলে দেয়। পাঁচজনকে বিডিও’র সঙ্গে কথা বলার ব্যবস্থা করে দেয়। 


    শ্রমিকদের অভিযোগ, ঘাট বন্ধ থাকায় বালি, পাথর নদীবক্ষ থেকে তোলা বন্ধ হয়ে আছে। বহুদিন ধরে নদীঘাট বন্ধ থাকায় তাঁদের নানান সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। কাজ না থাকায় সংসার চালানো দায় হয়ে পড়েছে। অবিলম্বে নদীঘাট খোলার দাবি জানিয়ে এদিন মাটিগাড়ার বিডিও বিশ্বজিৎ দাসের হাতে একটি স্মারকলিপিও শ্রমিকরা তুলে দেন। 


    এদিকে, বিডিও জানান, ঘাট খোলার প্রক্রিয়া শুরু হয়েছে। তবে বেশকিছু দিন সময় লাগবে সেই প্রক্রিয়া সম্পন্ন হতে। শ্রমিকদের সমস্যার কথা ওপর মহলে জানানো হবে।
  • Link to this news (বর্তমান)