জেলা সভাপতি পদে মিঠুর নামে গুঞ্জন, ১০টি মণ্ডল সভাপতির নাম ঘোষণা ঝুলে
বর্তমান | ২৫ ফেব্রুয়ারি ২০২৫
সংবাদদাতা, আলিপুরদুয়ার: জেলা সভাপতি পদে মিঠু দাসের নাম নিয়ে গুঞ্জন বিজেপির অন্দরে। কিন্তু ১০টি মণ্ডলে কাদের সভাপতি করা হবে তা নিয়ে টুঁ শব্দটি নেই বিজেপি নেতাদের মুখে। মণ্ডল সভাপতিদের নাম ঘোষণা নিয়ে বিজেপির সাংগঠনিক দুর্বলতা ক্রমশই প্রকট হয়ে উঠছে। আলিপুরদুয়ার জেলায় দলের ২৪টি মণ্ডল। ১৪টি মণ্ডলের সভাপতির নাম ঘোষণা হলেও বাকি ১০টি মণ্ডলের সভাপতি পদে মুখই খুঁজে পায়নি বিজেপি। এই মণ্ডল সভাপতিদের নাম ঘোষণার সময়সীমা ফেব্রুয়ারির ১৬ তারিখে পেরিয়ে গিয়েছে। তবুও সভাপতিদের নাম প্রকাশ করতে না পেরে কর্মীদের সামনে মুখ পোড়ার অবস্থা নেতৃত্বের।
দলের অন্দরের খবর, সাংগঠনিক দুর্বলতার জেরে ১০টি মণ্ডলের সভপতি পদে মুখ খুঁজে পায়নি বিজেপি। ছাব্বিশের ভোটের আগে যা নিয়ে বিজেপি নেতাদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। যদিও সাংগঠনিক ব্যর্থতা ধামা চাপা দিতে বিজেপি নেতৃত্বের সাফাই, চলতি মাসেই দলের জেলা সভাপতির নাম ও জেলা কমিটি ঘোষণা হবে। তারপরই বাকি মণ্ডলগুলির সভাপতিদের নাম ঘোষণা হবে।
বিজেপির জেলা সভাপতি তথা এমপি মনোজ টিগ্গা বলেন, এটা ঠিক যে দলের ১০টি মণ্ডলের সভাপতিদের নাম ঘোষণা হয়নি। তার মানে এটা নয়, দলের সাংগঠনিক দুর্বলতার জেরে এদের নাম ঘোষণা করা যায়নি। চলতি মাসে দলের জেলা সভাপতির নাম ও জেলা কমিটি ঘোষণার পর বাকি মণ্ডলগুলির সভাপতির নাম ঘোষণা করা হবে।
উনিশের লোকসভা ভোটে বিজেপি আলিপুরদুয়ার আসনে প্রায় আড়াই লক্ষ ভোটে জিতেছিল। একুশে জেলার পাঁচটি বিধানসভা কেন্দ্রেই জিতেছে বিজেপি। তারপর থেকেই জেলায় বিজেপির সাংগঠনিক ভিতে ধস নেমেছে। চব্বিশের লোকসভা ভোটে জিতলেও মাদারিহাট উপনির্বাচনে হেরে গিয়েছে বিজেপি। তারপর থেকে বিজেপির সংগঠন আরও নড়বড়ে হয়ে পড়েছে।
সবমিলিয়ে দল যতই সাফাই দিক, কিন্তু সাংগঠনিক দুর্বলতার জেরেই যে ১০টি মণ্ডলের সভাপতির নাম ঘোষণা করা যায়নি তা পরিস্কার। বিজেপির নীচুতলায় কান পাতলে সেটাই স্পষ্ট হচ্ছে।
যাঁদের বয়স ৪৫ বছর পেরিয়ে গিয়েছে, বিজেপির নতুন নিয়মে এবার তাঁরা আর মণ্ডল সভাপতি পদে বসতে পারছেন না। দল সূত্রে খবর, ১০টি মণ্ডলে যাঁরা সভাপতি পদে ছিলেন, তাঁদের প্রত্যেকের বয়স ৪৫ পেরিয়ে গিয়েছে। এদিকে, বিধায়ক ও এমপিকে বিধানসভায় লোকসভায় সময় দিতে হয়। সেই কারণে বিজেপি এবার দলীয় বিধায়ক বা এমপিকে জেলা সভাপতি নাও করতে পারে। এই নিয়ম কার্যকর হলে আলিপুরদুয়ারে এবার বিজেপির জেলা সভাপতি হওয়ার দৌড়ে এগিয়ে আছেন মিঠু দাস। তিনি বর্তমানে দলের জেলা সাধারণ সম্পাদক পদের দায়িত্বে আছেন। যদিও মিঠুবাবুর বক্তব্য, এসব গুঞ্জনের ভিত্তি নেই। দলই ঠিক করবে, কে জেলা সভাপতি হবেন।