• জাতীয় সড়ক বাদ দিয়ে গ্রিনসিটি প্রকল্পের কাজ শুরু ময়নাগুড়িতে
    বর্তমান | ২৫ ফেব্রুয়ারি ২০২৫
  • সংবাদদাতা, ময়নাগুড়ি: ময়নাগুড়ি শহরে শুরু হয়ে গেল গ্রিনসিটি প্রকল্পের কাজ। এর আগেও এই কাজ শুরু করেছিল ময়নাগুড়ি পুরসভা। যেহেতু কাজের কিছুটা অংশ জাতীয় সড়কের মধ্যে পড়েছিল, তাই জাতীয় সড়ক কর্তৃপক্ষ সড়কপথে সেই কাজ করতে বারণ করে দেয়। স্বাভাবিকভাবেই থমকে যায় কাজ। পরবর্তীতে ফের পুরসভা নতুন করে এই কাজের জন্য গাইডলাইন তৈরি করে। সেই মতো পুরসভা নতুন করে কাজ শুরু করেছে।  ইতিমধ্যে হাসপাতালপাড়ায় কাজ শুরু হয়ে গেছে বলে জানিয়েছেন ময়নাগুড়ি পুরসভার ইঞ্জিনিয়ার দেবাশিস রায়। তিনি জানিয়েছেন, এটি প্রথম পর্যায়ের  কাজ। প্রথম পর্যায়ের কাজের জন্য বরাদ্দ হয়েছে এক কোটি পাঁচ লক্ষ টাকা। 


    শহরকে আলোয় ঝলমল করতে উদ্যোগ নিয়েছে পুরসভা। গ্রিনসিটি প্রকল্পের জন্য ময়নাগুড়ির কিছু এলাকায় প্রথম পর্যায়ের কাজ শুরু হয়েছে। সেখানে সাতমিটার উচ্চতাযুক্ত অক্টাগুণাল লাইট থাকছে। এগুলিতে অটোমেটিক সিস্টেমে থাকবে। দিনে আলো বন্ধ হয়ে যাবে। সূর্যাস্ত হলে লাইট জ্বলে উঠবে। 


    ময়নাগুড়ি পুরসভা থেকে জানা গিয়েছে, বাবুপাড়া সংলগ্ন ব্যানার্জি বাড়ি থেকে থানা মোড় পর্যন্ত একটি কাজ হবে। সিনেমাহল মোড় থেকে দুর্গাবাড়ি হয়ে ফের ট্রাফিকমোড় পর্যন্ত একটি কাজ হবে। এর আগে এই কাজটি অন্য পথ দিয়েছিল। যেহেতু জাতীয় সড়কের মধ্যে কাজ পড়ে গিয়েছিল সে কারণে কিছুটা পরিবর্তন করা হয়েছে। রাজ্যসড়ক হয়ে কাজটি হবে। 


    অপরদিকে, ময়নাগুড়ি দুর্গাবাড়ি মোড় থেকে ময়নাগুড়ির ১৭ নম্বর ওয়ার্ডের ইন্দিরা মোড় পর্যন্ত কাজ হবে। এদিকে নতুন বাজার থেকে হাসপাতাল  পাড়া পর্যন্ত কাজ শুরু হয়েছে। শহরের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থেকে খুকশিয়া মোড় পর্যন্ত কাজ হবে। তবে এরমাঝে যেখানে জাতীয় সড়ক রয়েছে, সেখানে এই কাজ হবে না। 


    ময়নাগুড়ি পুরসভার চেয়ারম্যান অনন্তদেব অধিকারী বলেন, আমাদের প্রথমে কাজ যেটা শুরু হয়েছিল সেটা ওভারব্রিজ থেকে বিডিও অফিস মোড় পর্যন্ত। তবে, ময়নাগুড়ি যানজট মোকাবিলায় শহরের উপর দিয়ে চলা জাতীয় সড়ক সম্প্রসারণ হবে বলে আমরা জানতে পেরেছি। তারাই এই কাজ করতে বারণ করেছিল। তারাই রাস্তার বাতি বসাবে বলে জানিয়েছে। এ কারণে ঘুরিয়ে কাজ শুরু করা হল।
  • Link to this news (বর্তমান)