• গুরুতর অসুস্থ রাসচক্রের কারিগর আলতাফ মিয়াঁ
    বর্তমান | ২৫ ফেব্রুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: গুরুতর অসুস্থ হয়ে কোচবিহারের মহারাজা জিতেন্দ্রনারায়ণ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি ঐতিহ্যবাহী রাসচক্রের কারিগর আলতাফ মিয়াঁ। দীর্ঘদিন ধরে তিনি জটিল রোগে আক্রান্ত হয়ে অসুস্থ রয়েছেন। বেশ কয়েকবার তিনি হাসপাতালে ভর্তিও হয়েছেন। এবার বাড়িতেই অসুস্থ হয়ে পড়লে তাঁকে ফের হাসপাতালে ভর্তি করা হয়। বিষয়টি জানার পর প্রশাসনের পক্ষ থেকেও মেডিক্যাল কলেজের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।


    কোচবিহারের মদনমোহন মন্দিরের রাস উৎসবের রাসচক্র নির্মাণের সঙ্গে আলতাফ মিয়াঁর নাম জড়িয়ে রয়েছে। বংশ পরম্পরায় তিনি ও তাঁর পরিবারের সদস্যরা এই রাসচক্র নির্মাণের সঙ্গে যুক্ত। যা সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য উদাহরণ। তাঁর স্ত্রী বাবলি বিবি বলেন, তিনি খুবই অসুস্থ। এইচডিইউতে ভর্তি রয়েছেন। কোচবিহারের মহকুমা শাসক কুণাল বন্দ্যোপাধ্যায় বলেন, আলতাফ মিয়াঁ দীর্ঘদিন ধরেই অসুস্থ। আমরা মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছি। যাতে তাঁর চিকিৎসায় কোনও ত্রুটি না হয়।
  • Link to this news (বর্তমান)