নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: কোচবিহারের পানিশালা গ্রাম পঞ্চায়েতের প্রধানের স্বামী ও স্থানীয় অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতির বিরুদ্ধে এক ব্যক্তির মোবাইল ফোন ও গাড়ির চাবি নিয়ে তাঁকে প্রাণে মারার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। রবিবার দুপুরে কোচবিহারের হরিণচওড়ায় এই ঘটনাটি ঘটে।
সোমবার ওই ব্যক্তি জেলাশাসকের দপ্তরে গিয়ে অভিযোগ জানিয়েছেন। তাঁর দাবি, সম্প্রতি পানিশালা এলাকায় দুয়ারে সরকারের ক্যাম্প চলছিল। সেখানে কাগজপত্র জমা দেওয়ার পাশাপাশি ১০০ টাকা করে নেওয়া হচ্ছিল। তাঁর স্ত্রীও সঙ্গে গিয়েছিলেন। তাঁর স্ত্রীর থেকে ১০০ টাকা নেওয়া হয়। পরে তিনি এই বিষয়টি নিয়ে স্থানীয় মহিলাদের বক্তব্য ফেসবুকে দেন। এরপর থেকেই তাঁর উপরে নানা ধরনের হুমকি আসতে শুরু করে। বিষয়টি নিয়ে তিনি আগে পুলিসেও অভিযোগ করেছেন বলে দাবি করেছেন। যদিও এই ঘটনার সঙ্গে তাঁদের কোনও যোগ নেই বলে দাবি করেছেন স্থানীয় অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি।