• মুদির দোকানে দুষ্কৃতী হানা, নগদ সহ চাল-ডাল চুরি
    বর্তমান | ২৫ ফেব্রুয়ারি ২০২৫
  • সংবাদদাতা, নাগরাকাটা: ফের চুরির ঘটনা ঘটল নাগরাকাটার সুলকাপাড়া গ্রাম পঞ্চায়েত এলাকায়। আটক করা হয়েছে একজনকে। সোমবার ভোরে খয়েরবাড়ি গ্যারেজ মোড়ে একটি মুদির দোকান থেকে  নগদ ১০ হাজার টাকা এবং চাল-ডাল সহ সাড়ে তিন ল‌ক্ষ টাকার সামগ্রী চুরি যায়। এতে মাথায় হাত মনোয়ার হোসেন নামে ওই ব্যবসায়ীর।


    রবিবার তিনি আত্মীয়র বাড়িতে বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন। সকালে মনোয়ার হোসেনের মা দোকানে এসে দেখেন, দরজার তালা ভাঙা, ভিতরে সব লণ্ডভণ্ড হয়ে রয়েছে। এরপরই মনোয়ার এসে দেখেন তাঁর দোকান থেকে নগদ ১০হাজার টাকা সহ চাল, ডাল মিলিয়ে সাড়ে তিনলক্ষ টাকার সামগ্রী  চুরি গিয়েছে। নাগরাকাটা থানার পুলিস এসে ঘটনার তদন্ত শুরু করে। পাশেই পঞ্চায়েত সদস্যর বাড়ির গেটের সামনে রাখা সিসিক্যামেরার ফুটেজ পরীক্ষা করে দেখা যায়, ভোর ৩টা ৫১ মিনিটে সাত জন ওই দোকানের দিকে হেঁটে যায়। তবে তারাই চুরি করেছে কি না, তা খতিয়ে দেখছে পুলিস। 


    এর আগে একই গ্রামপঞ্চায়েতের পাটোয়ারী পাড়ায় বিয়ের ঠিক সাতদিন আগে একটি বাড়ি থেকে সর্বস্ব চুরি হয়ে যায়। তার কিছুদিন পরেই ছাড়টন্ডু বস্তিতে বেশ কয়েকটি জায়গায় চুরির ঘটনা ঘটে। এর আগেও অবশ্য একই গ্রামপঞ্চায়েতের সুলকামোড়ে বেশ কয়েকটি দোকানে চুরি হয়েছিল। যদিও সেই সময় পুলিস সেই চুরির কিনারা করেছিল। এরপর এদিন ভোরে ফের চুরির ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। 


    মনোয়ার হোসেন বলেন, দোকান থেকে ৬০বস্তা চাল, কুড়ি কার্টন সর্ষের তেল, এক প্যাকেট আটা এছাড়াও গিফট আইটেম থেকে কাসার থাকা বাসন সহ বহু জিনিসপত্র চুরি করে নিয়ে গিয়েছে দুষ্কৃতীরা। সবমিলিয়ে সাড়ে তিন লক্ষ টাকার জিনিসপত্র চুরি হয়েছে।


    মাল মহকুমা পুলিস আধিকারিক রোশনপ্রদীপ দেশমুখ বলেন, চুরির ঘটনায় একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।
  • Link to this news (বর্তমান)