• মানুষ-বন্যপ্রাণীর সংঘাত এড়াতে জলদাপাড়ায় পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণ বনদপ্তরের
    বর্তমান | ২৫ ফেব্রুয়ারি ২০২৫
  • সংবাদদাতা, আলিপুরদুয়ার: জঙ্গল লাগোয়া লোকালয়ে মানুষ-বন্যপ্রাণীর সংঘাত বাড়তে থাকায় উদ্বিগ্ন বনদপ্তর। এই সংঘাত ঠেকাতে এবং জঙ্গল ও বন্যপ্রাণী সংরক্ষণে সচেতনতা গড়ে তুলতে পড়ুয়াদের জলদাপাড়া ন্যাশনাল পার্কে শিক্ষামূলক ভ্রমণের উদ্যোগ নিল বনদপ্তর। জঙ্গল লাগোয়া এলাকার স্কুলগুলিকে নিয়েই এই ভ্রমণের উদ্যোগ নিয়েছে জলদাপাড়া জাতীয় উদ্যান কর্তৃপক্ষ। 


    সোমবার নতুনপাড়া নেপালি বিদ্যালয়ের পড়ুয়াদের জাতীয় উদ্যানে নিয়ে যাওয়ার পাশাপাশি তাদেরকে নিয়ে প্রকৃতিপাঠ শিবিরও করা হয়। ধাপে ধাপে জঙ্গল লাগোয়া সব স্কুলের পড়ুয়াকে জাতীয় উদ্যানে এই শিক্ষামূলক ভ্রমণের সুযোগ দেবে বনদপ্তর।


    জলদাপাড়া জাতীয় উদ্যানের ডিএফও প্রবীণ কাসোয়ান বলেন,  স্কুল জীবন থেকেই পড়ুয়াদের যাতে জঙ্গল ও বন্যপ্রাণী সংরক্ষণ নিয়ে সচেতনতা গড়ে তোলা যায়, সেই উদ্দেশ্যেই এই উদ্যোগ। জঙ্গল লাগোয়া যেকোনও স্কুল কর্তৃপক্ষ যোগাযোগ করলে পড়ুয়াদের নিখরচায় এই ভ্রমণের সুযোগ করে দেওয়া হবে। 


    জলদাপাড়া বনবিভাগ কর্তৃপক্ষ ঘোষণা করেছে, জঙ্গল লাগোয়া স্কুলগুলি নিকটস্থ রেঞ্জে যোগাযোগ করলেই সংশ্লিষ্ট স্কুলের পড়ুয়াদের এই ভ্রমণের সুযোগ দেওয়া হবে। ইতিমধ্যেই কিছু স্কুল তাদের পড়ুয়াদের জাতীয় উদ্যানে এই ভ্রমণের সুযোগ করে দিতে বনদপ্তরের সঙ্গে যোগাযোগ করেছে বলে জানা গিয়েছে। 


    এদিকে, মানুষ-বন্যপ্রাণী সংঘাত ঠেকাতে আলিপুরদুয়ার জেলা প্রশাসন সচেতনতা গড়ে তুলতে বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করে। বিষয় ছিল ‘মানুষ-বন্যপ্রাণী সংঘাত’। জেলার ১৫টি স্কুলের ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির ১৫০ জন পড়ুয়া প্রতিযোগিতায় অংশ নেয়। আলিপুরদুয়ারের জেলাশাসক আর বিমলা বলেন, স্কুলগুলিই সফলদের পুরস্কার দেওয়ার ব্যবস্থা করেছে। - নিজস্ব চিত্র।
  • Link to this news (বর্তমান)