সংবাদদাতা, ফালাকাটা: ফালাকাটা পুরসভার দুয়ারে সরকার ক্যাম্পে জমির পাট্টার জন্য আবেদন করেছিলেন নাগরিকরা। প্রায় দেড় বছর পেরিয়ে গেলেও ফালাকাটা পুর এলাকার আবেদনকারীরা জমির অধিকার পাননি। এবার সেই আবেদনে সারা দিয়ে সোমবার থেকে বাড়ি বাড়ি গিয়ে সার্ভে শুরু করল ফালাকাটা পুরসভা। ফালাকাটা পুরসভা সূত্রে খবর, দেড় বছর আগে দুয়ারে সরকার ক্যাম্প বসেছিল। ওই সময় পুরসভার ১৮ টি ওয়ার্ডেই এই ক্যাম্পের আয়োজন করা হয়। সবক’টি ওয়ার্ড থেকে জমির পাট্টার জন্য প্রায় ১২০০টি আবেদন জমা পড়েছিল। যারা আবেদন করেছিলেন তারা বেশিরভাগ দুস্থ। দীর্ঘ কয়েক দশক থেকে তাঁরা বসবাস করছেন। এমনকি পুরসভায় গত কয়েক বছর ধরে সব ধরনের করও তারা দিচ্ছেন। কিন্তু এদের জমির পাট্টা বা কোনও কাগজপত্র নেই। আবেদন করলেও তারা পাট্টা পাননি।
এর মধ্যে গত জানুয়ারি মাসে ফের দুয়ারে দরকার ক্যাম্প বসে। গত মাসে পুর এলাকার আরও অন্তত ১৫৩ জন নাগরিক পাট্টার জন্য আবেদন করেন। ফলে সবমিলিয়ে আগের ১২০০ এবং এখন আরও ১৫৩ জন পাট্টা আবেদনকারীর আবেদন অনুযায়ী সার্ভে শুরু হল।