• নাবালিকাকে অপহরণের অভিযোগ
    বর্তমান | ২৫ ফেব্রুয়ারি ২০২৫
  • সংবাদদাতা, কালিয়াগঞ্জ: হেমতাবাদ সদর এলাকার এক নাবালিকাকে অপহরণ করে ৩০ হাজার টাকা মুক্তিপণ চাওয়ার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে। এই ঘটনায় ব্যাপক শোরগোল হেমতাবাদ থানা এলাকায়। ইতিমধ্যে হেমতাবাদ থানার পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে। অভিযুক্তরা পলাতক। পুলিস সূত্রে খবর, ২১ ফেব্রুয়ারি হেমতাবাদের ১৩ বছরের এই নাবালিকা নিখোঁজ হয়ে যায়। এরপরই নাবালিকার পরিবার জানতে পারে, প্রতিবেশী এক ব্যক্তি নাবালিকাকে প্রেমের টোপ দিয়ে অপহরণ করে। পরে ৩০ হাজার টাকা মুক্তিপণ চায়।


    নাবালিকার মা বলেন, আমার মেয়েকে অপহরণ করা হয়েছে। মুক্তিপণ হিসেবে এখন ৩০ হাজার টাকা চাওয়া হয়েছে।  প্রতিবেশীর বাড়িতে প্রায়ই বাংলাদেশিরা আসত। নাবালিকার মায়ের আশঙ্কা, মেয়েকে হয়তো বাংলাদেশে পাচার করে দিয়েছে। নাবালিকার জ্যেঠু বলেন,  ভাইঝিকে আমরা ফেরত চাই। তাঁরা সবাই পুলিসের দ্বারস্থ হয়েছেন।


    হেমতাবাদ গ্রাম পঞ্চায়েতের সদস্য বিপ্লব সরকার বলেন, আমি এই ঘটনা শোনার পরই থানায় অভিযোগ জানাতে বলেছি।আমি নিজেও পুলিসকে বলেছি, দ্রুত নাবালিকাকে উদ্ধার করতে। ইতিমধ্যে নাবালিকার মা প্রতিবেশী ৪ জনের বিরুদ্ধে থানায় অপহরণের অভিযোগ দায়ের করেছেন। হেমতাবাদ থানার আইসি সুজিত লামা বলেন, নাবালিকা ও অপহরণকারীদের খোঁজ চলছে। 
  • Link to this news (বর্তমান)