• চারবছর বন্ধ চুল্লি, পরিদর্শনে গিয়ে বিধায়ককে তোপ সাংসদ ঈশার
    বর্তমান | ২৫ ফেব্রুয়ারি ২০২৫
  • সংবাদদাতা, মানিকচক: চারবছর ধরে বন্ধ মানিকচক ঘাটের একমাত্র শবদাহ চুল্লিটি। সোমবার দুপুরে চুল্লিটি পরিদর্শন করে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে অবহেলায় ফেলে রাখার অভিযোগ তুললেন দক্ষিণ মালদহের কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরী। এদিন গঙ্গা ভাঙনের পরিস্থিতিও খতিয়ে দেখেন সাংসদ।


    মানিকচক ঘাট সংলগ্ন এলাকায় কংগ্রেসের প্রাক্তন সাংসদ আবু হাসান খান চৌধুরীর উদ্যোগে প্রায় এক কোটি ত্রিশ লক্ষ টাকা ব্যয়ে বায়োগ্যাস চালিত শবদাহ চুল্লি বসানো হয়েছিল কয়েকবছর আগে। একুশের বিধানসভা ভোটের  আগে ঘটা করে উদ্বোধনও হয় চুল্লিটির। কিন্তু একমাসেই থুবড়ে পড়ে পরিষেবা। প্রথমে যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হয় চুল্লিটি। পরে কর্মীর অভাবে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যায়। চুল্লিটি পুনরায় ব্যবহারের উপযোগী করতে উদ্যোগী হয়েছেন সাংসদ ঈশা খান চৌধুরী। 


    এদিন প্রাক্তন বিধায়ক মোত্তাকিন আলম, ব্লক কংগ্রেস নেতৃত্বকে নিয়ে চুল্লিটি পরিদর্শন করেন সাংসদ। কথা বলেন স্থানীয়দের সঙ্গেও। পরিদর্শন শেষে প্রশাসন এবং বিধায়কের বিরুদ্ধে ক্ষোভ উড়ে দিয়ে কংগ্রেস সাংসদ ঈশা বলেন, মানুষের সুবিধার্থে চুল্লিটি করা হয়েছিল। কিন্তু প্রশাসনের অবহেলায় সেটা বন্ধ হয়ে পড়ে আছে। কংগ্রেসের সাংসদের উদ্যোগে এই চুল্লিটি হয়েছে। সেজন্যই হয়তো স্থানীয় তৃণমূল বিধায়কের নির্দেশে প্রশাসন নির্বিকার চুল্লিটি রক্ষণাবেক্ষণে। তবে এই চুল্লি পুনরায় চালু করতে উদ্যোগী ঈশা। তাঁর আশ্বাস, প্রয়োজনীয় অর্থ বরাদ্দ করব। এবং প্রশাসনকে বলব দ্রুত চুল্লিটি স্বাভাবিক করতে। যদিও কংগ্রেসের সাংসদের অভিযোগ মানতে নারাজ মানিকচকের তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্র। তিনি বলেন, চুল্লিটি প্রশাসনকে হস্তান্তর করা হয়নি। যার ফলে প্রশাসন হস্তক্ষেপ করতে পারছে না। 
  • Link to this news (বর্তমান)