• শোকজের ৪৮ ঘণ্টা পেরোতেই ভোলবদল, একমঞ্চে বসলেন তৃণমূল ব্লক সভাপতি ও পঞ্চায়েত প্রধান
    বর্তমান | ২৫ ফেব্রুয়ারি ২০২৫
  • সংবাদদাতা, ইটাহার: শোকজের ৪৮ ঘণ্টা পেরতেই ভোলবদল। বিধায়ক, জেলা ও ব্লক তৃণমূল সভাপতির সঙ্গে একই মঞ্চে দেখা গেল ইটাহার গ্রাম পঞ্চায়েত প্রধান বিলকিস পারভিন ও তাঁর স্বামী সাহেরুল হককে। রবিবার রাতে ইটাহার হাইস্কুল প্রাঙ্গণে আয়োজিত দলের বুথকর্মী অঞ্চল সম্মেলনে দলীয় নেতৃত্বের সঙ্গে প্রধানকে দেখা যায়। দলবিরোধী কাজের অভিযোগে গত ২১ ফেব্রুয়ারি পঞ্চায়েত প্রধান বিলকিসকে শোকজ করেন তৃণমূলের ইটাহার ব্লক সভাপতি কার্তিক দাস। এমনকী, ৪৮ ঘন্টার মধ্যে শোকজের জবাব না দিলে দলীয়ভাবে প্রধানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয় চিঠিতে। 


    বেশ কয়েক মাস আগে থেকে প্রধানের স্বামী তথা তৃণমূল প্রাথমিক শিক্ষক সংগঠনের জেলা সহ সভাপতি সাহেরুল হকের সঙ্গে দূরত্ব তৈরি হয় দলের। কারণ, বিভিন্ন সময় সাহেরুলের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্যের অভিযোগ ওঠে দলের অন্দরে। পরে দলের নির্দেশে সাহেরুলকে দেখা যায়নি দলের কোনও কর্মসূচিতে।


    কিন্তু রবিবারের সম্মেলনে বিধায়ক, জেলা ও ব্লক তৃণমূল সভাপতি সহ ব্লকের প্রথম সারির নেতানেত্রীদের সঙ্গে একই মঞ্চে দেখা যায় বিলকিস ও সাহেরুলকে। যা দেখে অবাক হন দলের কর্মী-সমর্থকরাই। প্রকাশ্য মঞ্চ থেকে নিজের ভুল বুঝে ক্ষমাও চাইতে শোনা যায় সাহেরুলকে। তিনি বলেন, সমস্ত ভুল ত্রুটি শুধরে আগামী বিধানসভা নির্বাচনে বিধায়কের নেতৃত্বে আমরা সবাই এক সঙ্গে কাজ করব। অন্যদিকে, প্রধান বিলকিস বলেন, দলীয়ভাবে ডাক পেয়ে সম্মেলনে এসেছি। তবে সম্মেলনে প্রধান ও বিক্ষুব্ধ নেতার উপস্থিতি প্রসঙ্গে ব্লক সভাপতি কার্তিক জানান, শোকজের জবাব দেওয়ায় প্রধানকে সম্মেলনে ডাকা হয়েছিল। সাহেরুলও ক্ষমা চেয়েছেন। 


    একাধিক পদ ও ক্ষমতায় থেকে গুজব, অপপ্রচার করলে বিতর্কিত নেতানেত্রীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে দল- সম্মেলনে মঞ্চ থেকে সর্বস্তরের কর্মীদের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিতে শোনা যায় বিধায়ক মোশারফ হুসেনকে। গ্রাম পঞ্চায়েত প্রধান বলেন, সমস্ত ভুল বোঝাবুঝি মিটে গিয়েছে।
  • Link to this news (বর্তমান)